আমাদের সিলেট ডটকম:
হবিগঞ্জের চুনার্বঘাট উপজেলার বালৱা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গুলিতে কুদ্দুস মিয়া (৩০) নামে এক চোরাকারবারী আহত হয়েছেন।
এ সময় তার কাছ থেকে একটি রামদা ও ১০ বোতল ভারতীয় মদ (ওয়াইন) উদ্ধার করে বিজিবি।
গুলিবিদ্ধ কুদ্দুস মিয়া চুনার্বঘাট উপজেলার গাজীপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।
শুক্রবার সকালে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বালৱা বিওপির কোম্পানি কমান্ডার মোফাজ্জল হোসেন জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় কুদ্দুস বাল্লা সীমান্ত দিয়ে ভারতীয় মদ (ওয়াইন) নিয়ে বাংলাদেশে প্রবেশ করছিলেন। এ সময় বিজিবি সদস্যরা তাকে আটক করতে চাইলে তিনি রামদা নিয়ে বিজিবি সদস্যদের দিকে তেড়ে আসেন। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা তিনটি ফাঁকা গুলি ও তার পায়ে একটি গুলি করেন।
পরে আহত অবস্থায় কুদ্দুসকে আটক করে প্রথমে চুনার্বঘাট উপজেলা স্বাস্থা কমপ্লেক্সে ও পরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় চুনার্বঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
বাল্লা সীমান্তে চোরাচালানী সন্দেহে এক ব্যক্তি গুলিবিদ্ধ
Friday, June 13, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment