আমাদের সিলেট ডটকম:
সিলেটের দক্ষিণ সুরমার কদমতলীতে কুরিয়া সার্ভিসে আটক হওয়া প্রায় ৮ কেজি হেরোইনের চালানের বিশেষ ক্ষমতা আইনের দায়েরকৃত মামলায় গ্রেফতারকৃত বিশ্বজিৎ মিত্র (৩৮)কে ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গত ৬ জুন মামলার তদন্তকারী কর্মকর্তা দক্ষিণ সুরমা থানার উপপরিদর্শক (এসআই) মোঃ সফিকুল ইসলাম খান গ্রেফতারকৃত বিশ্বজিৎকে আদালতে হাজির করে তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ডের আবেদন জানান। গতকাল মঙ্গলবার সিলেটের মেট্রোপলিটন আমলী ৫ নম্বর আদালতে তার রিমান্ড শুনানী হয়। এ সময় আদালত রিমান্ড শুনানী শেষে তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে পুলিশ ধৃত অপর আসামীর তথ্য মতে ঢাকা থেকে বিশ্বজিৎ মিত্রকে গত ৫ জুন গ্রেফতার করে পরদিন জেলে পাঠায়। ধৃত বিশ্বজিৎ ঝালকাটি জেলার সরুপকাটী থানার মইশানী গ্রামের প্রফুল মিত্রের পুত্র। বর্তমানে সে ঢাকার খিলগাও উত্তর বাসাবো ৩৪/৩ বি এ বসবাস করে মতিঝিল ৯৯ জেবি এল এক্্রপ্রেস’র মালিক হিসাবে ব্যবসা পরিচালনা করে আসছিল। বিশ্বজিৎ আন্তর্জাতিক মাদক চোরাকারবারী দলের সক্রিয় সদস্য বলে জানা গেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা দক্ষিণ সুরমা থানার উপপরিদর্শক (এসআই) মোঃ সফিকুল ইসলাম খান জানান, আটক হওয়া প্রায় ৮ কেজি হেরোইনের সাথে জড়িত থাকার সংশ্লিষ্টতায় গত ৫ জুন বিশ্বজিৎ মিত্রকে ঢাকার খিলগাও থেকে গ্রেফতার করা হয়। পরদিন সিলেট আদালতে হাজির করে তার বিরুদ্ধে ১০ দিনে রিমান্ডে আবেদনের প্রেক্ষিতে গতকাল তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
তিনি আরো বলেন, উক্ত আসামী ও অপরাপর আসামীগণ গত ৯ মার্চ দুপুর ১ টার দিকে ও ঘটনার আগে ও বিভিন্ন সময়ে মামলার মুল আসামীর সহিত যোগসাজসে পাকিস্তান রাষ্ট্র হতে বাংলাদেশে হেরোইন এনে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে লন্ডনসহ বিভিন্ন দেশে পাচার করে থাকে। ধৃত বিশ্বজিৎ মিত্র উক্ত ঘটনার সাথে যোগসাজস আছে বলে প্রাথমিকভাবে বিভিন্ন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
সিলেটে ৮ কেজি হেরোইনের চালানের মামলায় গ্রেফতারকৃত বিশ্বজিৎ ৩ দিনের রিমান্ডে
Tuesday, June 10, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment