আমাদের সিলেট ডটকম:
সিলেট শহরতলীর লাক্কাতুড়ায় সিলেট বিভাগীয় স্টেডিয়ামে দেয়াল ধ্বসে ৩ জন নিহত হয়েছেন। গত রাত সোয়া ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মাটি চাপা পড়া এক স্কুল ছাত্রসহ ৩ জনের লাশ রাতেই এলাকাবাসীর সহযোগিতায় উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
নিহতরা হলেন, লাক্কাতুরা চা বাগানোর চাপাতল শ্রমিক কলোনির বাসিন্দা চা শ্রমিক আজান আলীর পুত্র জাহেদ, একমাত্র কন্যা নাসিমা আক্তার এবং ভাতিজা রুহুল।
বিপুল অর্থ ব্যয়ে নির্মিত সিলেট বিভাগীয় স্টেডিয়াম, যা পরবর্তীতে সিলেট ক্রিকেট স্টেডিয়াম হিসেবে নামকরণ করা হয়। বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ সাধারণ সম্পাদক জুম্মা আব্বাস রাজু আমাদের সিলেট’কে জানান, দেয়াল ধসলেও স্টেডিয়ামের মূল অংশের কোন ক্ষতি হয়নি।
স্থানীয় সূত্র জানা যায়, লাক্কাতুরা চা বাগানের চাপাতল শ্রমিক কলোনী (লেবার লাইন) বিভাগীয় স্টেডিয়িামের ২নং গেইটের পাশেই অবস্থিত। টিলা কেটে নির্মিত এই গেইটের মাটির ধ্বস ঠেকাতে সাপোর্টিং দেয়াল ছিল প্রায় ১৫ ফিট উঁচু। এই দেয়াল ধ্বসেই ৩ জন মারা যান। রাতে আজান আলী ও তার পরিবার নিজেদের ঘরে হঠাৎ রাত সোয়া দুইটার দিকে বিকট শব্দে ঘুম ভেঙ্গে গেলে কিছু বুঝার আগেই বুঝতে পারেন তারা মাটি চাপা পড়েছেন। আজান আলীসহ পরিবারের কয়েকজন সদস্য ঘর থেকে বেরিয়ে আসতে পারলেও পরিবারের হতভাগা তিন সদস্য আর বের হতে পারেননি। এলাকাবাসী দু’জনকে বের করতে পারলেও অপর একজনকে ফায়ার ব্রিগেড-কর্মীরা ধ্বংস স্তুপের নীচ থেকে বের করে আনেন।
শ্রমিক আজান আলী জানান, নাসিমা অবিবাহিত এবং জাহেদ বালুচর স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র। নিহত রুহুল শ্রীমঙ্গল থেকে চাচার বাসায় বেড়াতে এসেছিলো। সে শ্রীমঙ্গলের চা শ্রমিক কুতুব উদ্দিনের পুত্র।
ঘটনাস্থলে উপস্থিত ফায়ার ব্রিগেড সিলেট অফিসের সহকারী পরিচালক শহীদুর রহমান জানান, ঘটনার খবর পেয়েই তিনটি গাড়ী নিয়ে তাদের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। তারা ফ্লাড লাইড জ্বালিয়ে উদ্ধার কাজ চালাচ্ছিলেন। তিনি জানান, এলাকাবাসী ২ জনের লাশ উদ্ধার করলেও একজনের লাশ দেয়াল চাপা পড়ায় উদ্ধার করা যাচ্ছিলো না।ফায়ার ব্রিগেডের কর্মীরা সে লাশটি উদ্ধার করেছেন। প্রাথমিক অবস্থায় তারা তিন জনের মৃত্যু নিশ্চিত হয়েছেন। পরিবারের সদস্য ও আশেপাশের লোকজনের ভাষ্য অনুযায়ী তারা ধারণা করছেন ধ্বংসস্তুপের নীচে আর কেউ নেই। তবুও সতর্কতার জন্য তারা সকাল পর্যন্ত অভিযান চালিয়ে পুরো মাটি অপসারণ করেছেন।
বিমান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ জামান জানান, নিহতদের লাশ ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।
বিপুল অর্থ ব্যয়ে নির্মিত সিলেট বিভাগীয় স্টেডিয়ামের দেয়াল ধ্বসে ৩ জন নিহত
Monday, June 9, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment