আমাদের সিলেট ডটকম:
বড়লেখা উপজেলার বর্নি ইউনিয়নের সংরৰিত মহিলা সদস্যা শক্তি রানী দাস (৫৩)-এর বাড়ীতে প্রতিপৰের লোকজন সোমবার গভীর রাতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে। গুর্বতর আহত অবস’ায় তাকে উপজেলা স্বাস’্য কমপেৱক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ইউপি সদস্যা মঙ্গলবার সকালে পাঁচ জনের বির্বদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সুত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত পুর্ব বিরোধের জের ধরে উপজেলার উজিরপুর গ্রামের বাসিন্দা ও বর্নি ইউনিয়নের ৪, ৭ ও ৮ নং ওয়ার্ডের সংরৰিত ইউপি মহিলা সদস্যা শক্তি রানী দাসের বাড়ীতে সোমবার রাতে প্রতিপৰের বিজয় কৃষ্ণ দাস, তিতন দাস, সজল দাস, বিরেন্দ্র দাস ও সুজন দে হামলা চালায়। তারা বাড়ীতে ব্যাপক ভাঙচুর ও ইউপি সদস্যাকে মারপিট করে। এসময় শক্তি রানী দাসের দুই ছেলে বাড়ীতে ছিলেন না।
হাসপাতালের বেডে চিকিৎসাধীন আহত ইউপি সদস্যা শক্তি রানী দাস এ প্রতিবেদককে জানান সঙ্গবদ্ধ প্রতিপৰ তাকে শারীরিক নির্যাতন, টিনসেট ঘর ভাংচুর ও ঘরে থাকা জিনিসপত্র লুটপাট করেছে।
বড়লেখায় প্রতিপৰের হামলায় ইউপি সদস্যা আহত বসত ঘর ভাংচুর ও মালামাল লুট
Tuesday, May 27, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment