দশম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস!

Thursday, May 29, 2014

আমাদের সিলেট ডটকম:

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে দশম শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০১৪ এর স্কুল পর্যায়ের পরীক্ষা আগামী ৩০ মে আজ শুক্রবার এবং কলেজ পর্যায়ের পরীক্ষা ৩১ মে শনিবার অনুষ্ঠিত হবে।

এদিকে, পরীক্ষার আগের প্রশ্নপত্র ফাঁসের গুজব রটেছে। ফাঁস হওয়া প্রশ্নপত্রের ফটোকপি নগরীর বিভিন্ন স্থানে বিক্রি হয়েছে বলেও খবর পাওয়া গেছে। নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রের এক সেট ফটোকপি সিলেটের বিভিন্ন স্থানে চড়া দামে বিক্রি হচ্ছে বলে জানা গেছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: মনিরুল ইসলাম জানান, প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি তার জানা নেই। তিনি বলেন,তাদের কেবল পরীক্ষা নেওয়ার কথা। প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে তিনি এনটিআরসিএ কর্তৃপক্ষের সাথে যোগাযোগের পরামর্শ দেন।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সিলেট জেলায় সব মিলিয়ে প্রায় সাড়ে ১৮ হাজার পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে মাধ্যমিক পর্যায়ের ১৩ হাজার এবং কলেজ পর্যায়ের সাড়ে ৫ হাজার পরীক্ষার্থী। মাধ্যমিক পর্যায়ে ১৯টি এবং কলেজ পর্যায়ে ৬টি কেন্দ্র রয়েছে।

এনটিআরসিএ এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত স্কুল পর্যায়ের (কোড নং ৩০১-৩২৩) ও স্কুল পর্যায়-২ এর (কোড নং ২০১-২২৪) পরীক্ষা হবে। শনিবার সকাল ৯টা হতে দুপুর ১টা পর্যন্ত কলেজ পর্যায়ের পরীক্ষা (কোড নং ৪০১-৪৩৫) অনুষ্ঠিত হবে। শুক্রবার ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে শিক্ষক নিবন্ধন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

এক টানা মোট চারঘণ্টার পরীক্ষার মধ্যে প্রথম ১ (এক) ঘণ্টা আবশ্যিক বিষয় নৈর্ব্যক্তিক (এমসিকিউ) পদ্ধতিতে এবং পরবর্তী তিনঘণ্টা ঐচ্ছিক বিষয়ের লিখিত (বর্ণনামূলক) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যে বৈধ প্রার্থীদের প্রবেশপত্র প্রেরণসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License