আমাদের সিলেট ডটকম:
নগরীর টিলাগড় থেকে শাহপরান পর্যন্ত অবৈধ ভাসমান ব্যাবসায়িদেরকে উচ্ছেদের জন্য শাহপরান থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার। এমনকি রাস্তার পাশে গড়ে উঠা ভাসমান দোকান এক সপ্তাহের মধ্যে উচ্ছেদ করা হলো কি না সেটি তিনি তদারকিও করবেন বলে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মিজানুর রহমান জানান। এবং ওই সব এলাকায় মাইকিং করে তাদেরকে উঠে যাওয়ার জন্য নির্দেশ প্রদান করা। আর নির্ধারিত সময়ের মধ্যে না উঠলে পুলিশ উচ্ছেদ করে দিবে।
বৃহস্পতিবার দুপুরে শাহপরান থানার ওপেন হাউস ডে অনুষ্ঠানে তিনি সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেন। শাহপরান থানার ওসি সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে এতে এডিসি মুশফিকুর রহমান ও জেদান আল মুসা উপস্থিত ছিলেন। টিলাগড় প্রত্যাশা কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওপেন হাউস ডে’তে অংশগ্রহণকারীরা পুলিশ কমিশনারের কাছে তাদের বিভিন্ন সমস্যাবলী তুলে ধরেন।
নগরীর টিলাগড় থেকে শাহপরান পর্যন্ত রাস্তার পাশে গড়ে উঠা ভাসমান দোকান এক সপ্তাহের মধ্যে উচ্ছেদের নির্দেশ দিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মিজানুর রহমান।
বৃহস্পতিবার দুপুরে শাহপরান থানার ওপেন হাউস ডে অনুষ্ঠানে তিনি সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেন। শাহপরান থানার ওসি সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে এতে এডিসি মুশফিকুর রহমান ও জেদান আল মুসা উপস্থিত ছিলেন। টিলাগড় প্রত্যাশা কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ওপেন হাউস ডে’তে অংশগ্রহণকারীরা পুলিশ কমিশনারের কাছে তাদের বিভিন্ন সমস্যাবলী তুলে ধরেন।
No comments:
Post a Comment