আমাদের সিলেট ডটকম:
হবিগঞ্জ-লাখাই সড়কে লাশ বহনকারী এ্যাম্বুলেন্সে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতেরা অস্ত্রের ভয় দেখিয়ে চালক ও যাত্রীদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নেয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত শনিবার রাত ৯ টায় সিলেট থেকে লাখাইগামী এক শিশুর লাশবাহী সার্ভিস-এইড নামের একটি এ্যাম্বুলেন্স সড়কের বেকিটেকা নামক স্থানে পৌঁছুলে ৮-১০জন মুখোশধারী ডাকাত এ্যাম্বুলেন্সের গতি রোধ করে। এসময় ডাকাতের হামলায় সুনামগঞ্জ শহরের বাসিন্দা এ্যাম্বুলেন্স চালক জামাল হোসেন (২৫), সিলেটের বাগবাড়ী এলাকার বাসিন্দা হেলপার রনি মিয়া (১৫) ও এ্যাম্বুলেন্সে থাকা লাখাই উপজেলার ফুলবাড়িয়া গ্রামের ২ মহিলা যাত্রী আহত হন। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই ডাকাতরা পালিয়ে যায়। পরে ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে একটি সিএনজি অটোরিক্সা থেকে ৬ ব্যক্তিকে পুলিশ আটক করে।
হবিগঞ্জ-লাখাই সড়কে লাশবাহী এ্যাম্বুলেন্সে ডাকাতি
Monday, May 26, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment