আমাদের সিলেট ডটকম:
সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধীন টুকেরবাজার ইউনিয়নের দুশকি গ্রামে একই রাতে তিনভাইয়ের ঘরে ডাকাতি হয়েছে। মুখোশধারী ডাকাত দল পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, ইলেকট্রনিক্স জিনিসপত্র, মোবাইলফোনসহ মূল্যবান জিনিসপত্র লুটে নিয়েছে। গতকাল সোমবার ভোররাতে দুশকি গ্রামের জাহাঙ্গীর জালাল, আলমগীর জালাল ও শাহজাহান জালালের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাতির শিকার পরিবারগুলোর সদস্যরা জানান- সোমবার ভোর রাতে মুখোশধারী ১০-১২ জন ডাকাত দরজা ভেঙে প্রথমে আলমগীর জালালেরর ঘরে প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের বেঁধে রেখে লুট শুরু করে। আলমগীর জালালের ঘর লুটের পর জাহাঙ্গীর জালাল ও শাহজাহান জালালের ঘরও লুট করে তারা।
পরিবার তিনটির সদস্যরা জানান- তিন ঘর থেকে ৩ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৩৫ হাজার টাকা, টেলিভিশন, মোবাইলফোনসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল লুটে নেয় ডাকাতরা। খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ ঘটনাস’ল পরিদর্শন করেছে।
জালালাবাদ থানার ওসি গৌসুল হোসেন জানান, দুশকি গ্রামে ডাকাতির ঘটনার কোন খবর পাননি। তবে চুরির ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার কথা স্বীকার করে তিনি বলেন বিষয়টি তদন- করে দেখা হচ্ছে। ডাকাতির ঘটনা হলে অভিযোগ পেলে ডাকাতির মামলা নেয়া হবে।
সিলেট টুকেরবাজারে তিন ভাইয়ের বাড়িতে ডাকাতি
Monday, May 26, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment