গুমের বিরুদ্ধে আন্তর্জাতিক সপ্তাহ উপলক্ষে অধিকারের র‌্যালী ও সমাবেশ

Saturday, May 31, 2014

আমাদের সিলেট ডটকম:

গুমের বিরুদ্ধে আন্তর্জাতিক সপ্তাহ-২০১৪ উপলক্ষে মানবাধিকার সংগঠন অধিকার সিলেটের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালন করছে। কর্মসূচীর মধ্যে আলোচনা সভা, র‌্যালী ও সচেতনতা মূলক কার্যক্রম রয়েছে।

শনিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এক র‌্যালী বের করা হয়। ব্যানার ও ফেস্টুন সহ সুশীল সমাজের প্রতিনিধি, মানবাধিকার কর্মীসহ সাংবাদিক সহ বিভিন্ন পেশার লোকজন র‌্যালীতে অংশ নেন। র‌্যালীটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টা পয়েন্টে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলামের সভাপতিত্বে গুমের বির্বদ্ধে আন্তর্জাতিক সপ্তাহ-২০১৪ উপলক্ষে ঘোষণা পত্র পাঠ করেন মানবাধিকার সংগঠন অধিকার সিলেটের কো-অর্ডিনেটর সাংবাদিক মোঃ মুহিবুর রহমান। র‌্যালী ও সমাবেশে অংশ নেন সুশাসনের জন্য নাগরিক-সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পিপি এডভোকেট আব্দুল গফফার, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিারাজুল ইসলাম, ছাত্রদলের সাবেক সভাপতি এমরান আহমদ চৌধুরী, মানবাধিকার কর্মী চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, সাংবাদিক ফয়সল আহমদ বাবলু, মুকিত রহমানী, শেখ আশরাফুল আলম নাসির, এডভোকেট সত্যজিৎ কুমার দাস, এডভোকেট হানিফ উদ্দিন, মো: শাহ আলম, আলী আহসান হাবীব, এস.এ শফি,আলী আকবর রাজন, মিজানুর রহমান, এম. এহসানুল করিম মিশু, কুলসুমা বেগম পপি, সুজিত দাস, মো: দেলোয়ার হোসেন, কামাল আহমদ, বেলাল আহমদ, নজর্বল ইসলাম, সুহেল ইবনে রাজা, জুয়েল আহমদ রাজ, সৈয়দ মজনু আহমদ, আইয়ুব খান প্রমুখ।

সমাবেশে বক্তারা গুমের বিরুদ্ধে সকলকে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়ে বলেন, গুম জাতির জন্য অভিশাপ। এ থেকে রেহাই পেতে সকলকে আরো সচেতন হতে হবে।

সভাপতির বক্তব্যে এমাদ উল্লাহ শহিদুল ইসলাম বলেন, স্বাধীনতার পর থেকে প্রতিটি সরকারের আমলে গুম, খুনের ঘটনা ঘটছে। বর্তমানে গুম, খুন ও অপহরনের ঘটনা আরো বৃদ্ধি পেয়েছে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License