আমাদের সিলেট ডটকম:
বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের হাজরাপাড়া গ্রামে গত শনিবার গভীর রাতে পরিবারের লোকজনকে বেঁধে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ দু’বোনকে পাশবিক নির্যাতনের ঘটনায় জড়িত সন্দেহে গতকাল সোমবার এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।
লোমহর্ষক এ ঘটনায় গৃহকর্তা বাদী হয়ে লোমহর্ষক এ ঘটনায় সরাসরি জড়িত জয়নুল ইসলামের নাম উল্লেখপূর্বক গত রোববার থানায় মামলা করেছেন। মামলা নং ১৭।
সোমবার রাত ৯ টায় পুলিশ অভিযুক্ত জয়নুলের বড়ভাই নজরুল ইসলামকে আটক করেছে। ঘটনার পর থেকেই জয়নুলসহ এলাকার চিহ্নিত অপরাধীরা গা ঢাকা দিয়েছেন।
জানা যায়, গত শনিবার রাত আনুমানিক দু’টার দিকে মুখোশপরা ৭/৮ জন পাষন্ড সিদ কেঁটে চানাচুর বিক্রেতা ওয়াহিদ আলীর বসতঘরে প্রবেশ করে দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সব সদস্যকে জিম্মি করে ফেলে। এক পর্যায়ে ঐ পাষন্ডরা গৃহকর্তা ও তার স্ত্রীকে বেঁধে রেখে এসএসসি উত্তীর্ণ দুই মেয়েকে উপর্যুপরি পাশবিক নির্যাতন করে। এ সময় গৃহকর্তা ওয়াহিদ আলী অনেক মিনতি করেও দু’মেয়ের ইজ্জত রক্ষা করতে পারেননি। তবে এ ঘটনায় তিনি পূর্ব পইলগ্রামের মকদম আলীর পুত্র জয়নুলকে চিনতে পেরেছেন বলে মামলার এজাহারে উল্লেখ করেছেন। দিনমজুর ওয়াহিদ আলী এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত ও মামলার তদন- কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, নির্যাতিত দু’বোনকে ওসিসিতে পাঠানো হয়েছে। তিনি বলেন, চিহ্নিত অপরাধীদের গ্রেফতার করতে পুলিশ সচেষ্ট রয়েছে। আটক নজরুলকে গ্রেফতার দেখানো হবে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাতে জিজ্ঞাসাবাদ করা হবে। এতে তার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
বিয়ানীবাজারে দু’বোনের উপর পাশবিকতার ঘটনায় একজন আটক
Monday, May 26, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment