বিয়ানীবাজারে দু’বোনের উপর পাশবিকতার ঘটনায় একজন আটক

Monday, May 26, 2014

আমাদের সিলেট ডটকম:

বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের হাজরাপাড়া গ্রামে গত শনিবার গভীর রাতে পরিবারের লোকজনকে বেঁধে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ দু’বোনকে পাশবিক নির্যাতনের ঘটনায় জড়িত সন্দেহে গতকাল সোমবার এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।

লোমহর্ষক এ ঘটনায় গৃহকর্তা বাদী হয়ে লোমহর্ষক এ ঘটনায় সরাসরি জড়িত জয়নুল ইসলামের নাম উল্লেখপূর্বক গত রোববার থানায় মামলা করেছেন। মামলা নং ১৭।

সোমবার রাত ৯ টায় পুলিশ অভিযুক্ত জয়নুলের বড়ভাই নজরুল ইসলামকে আটক করেছে। ঘটনার পর থেকেই জয়নুলসহ এলাকার চিহ্নিত অপরাধীরা গা ঢাকা দিয়েছেন।

জানা যায়, গত শনিবার রাত আনুমানিক দু’টার দিকে মুখোশপরা ৭/৮ জন পাষন্ড সিদ কেঁটে চানাচুর বিক্রেতা ওয়াহিদ আলীর বসতঘরে প্রবেশ করে দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সব সদস্যকে জিম্মি করে ফেলে। এক পর্যায়ে ঐ পাষন্ডরা গৃহকর্তা ও তার স্ত্রীকে বেঁধে রেখে এসএসসি উত্তীর্ণ দুই মেয়েকে উপর্যুপরি পাশবিক নির্যাতন করে। এ সময় গৃহকর্তা ওয়াহিদ আলী অনেক মিনতি করেও দু’মেয়ের ইজ্জত রক্ষা করতে পারেননি। তবে এ ঘটনায় তিনি পূর্ব পইলগ্রামের মকদম আলীর পুত্র জয়নুলকে চিনতে পেরেছেন বলে মামলার এজাহারে উল্লেখ করেছেন। দিনমজুর ওয়াহিদ আলী এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত ও মামলার তদন- কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, নির্যাতিত দু’বোনকে ওসিসিতে পাঠানো হয়েছে। তিনি বলেন, চিহ্নিত অপরাধীদের গ্রেফতার করতে পুলিশ সচেষ্ট রয়েছে। আটক নজরুলকে গ্রেফতার দেখানো হবে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাতে জিজ্ঞাসাবাদ করা হবে। এতে তার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License