আমাদের সিলেট ডটকম:
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। ঘটনার জন্য ডাক্তার ও সংশ্লিষ্ট নার্সের অবহেলাকে দায়ী করেছে ঐ নবজাতকের পরিবার।
ওসমানী হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, জন্মের সময় ওজন কম থাকায় ও পর্যাপ্ত খাদ্য গ্রহণ না করতে পারায় অপুষ্টি জনিত কারণে শিশুটি মারা গেছে। অন্যদিকে, শিশুটির পরিবার অভিযোগ করেছেন, যথাযথ চিকিৎসা না দেয়ার কারণেই জন্মের ৩ দিনের মাথায় মারা গেছে শিশুটি।
নবজাতক শিশুর মামা, দৈনিক সিলেটের ডাক-এর সিনিয়র রিপোর্টার কাউসার চৌধুরী জানান, প্রায় ১৩ বছর আগে দিরাই উপজেলার তাড়ল গ্রামের মোদাচ্ছের আলীর সাথে বিয়ে হয় তার বোন বিউটি চৌধুরীর। বিয়ের ১৩ বছর পর গত ২৮ মে প্রথম সন্তান লাভ করেন এই দম্পতি। ওসমানী হাসপাতালে ডাক্তার মনজ্জির আলীর তত্বাবধানে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে কন্যা সন্তানটির জন্ম হয়। জন্মের পর শিশুটি স্বাভাবিক থাকলেও ওজন কম থাকায় ডাক্তাররা তাকে ইনকিউভেটরে রাখেন।ঐ দিনই ওসমানী হাসপাতালের এক ইন্টার্নী ডাক্তার একটি ইনজেকশন পুশ করেন শিশুটিকে।এরপর থেকেই শিশুটি নেতিয়ে পড়ে। তার অবস্থার অবনতি হলে ডাক্তার মনজ্জির আলী শিশুটিকে দেখেন ও তার অনুমতি ছাড়া ইনজেকশন পুশ করায় ইন্টানী ডাক্তারকে বকাঝকা করেন। এরপর ৩ দিন বেঁচে থাকার পর আজ শনিবার দুপুর সাড়ে ১১টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুটি।
এ ঘটনায় হতবিহবল হয়ে পড়ে শিশুটির পরিবার। মৃত্যুর পর ডাক্তার মনজ্জির আলীর শরণাপন্ন হলে মনজ্জির আলী ক্ষমা প্রার্থনা করেন শিশুর পরিবারের সদস্যদের কাছে।গণমাধ্যম কর্মীদের কাছে তিনি বলেন জন্মের সময় শিশুটির ওজন কম থাকায় ও পর্যাপ্ত খাদ্য গ্রহণ করতে না পারায় শিশুটি মারা গেছে।
অকালে মারা যাওয়া শিশুটিকে দুপুরেই মানিক পীর টিলায় দাফন করা হয়েছে।
ওসমানী হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
Saturday, May 31, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment