আমাদের সিলেট ডটকম:
গোলাপগঞ্জে দু’পক্ষের বিরোধ মিমাংশা করতে গিয়ে হামলায় এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় স্থানীয় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে স্থানীয় বাগলা বাজারে বাগলা গ্রামের লোকমান উদ্দিন ও সুহরাব আলীর পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটির জের ধরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হলে উভয় পক্ষের বিরোধ নিরসনে সমাজসেবী জয়নাল উদ্দিন এগিয়ে আসেন। এ সময় একটি পক্ষের লোকজন কর্তৃক জয়নাল মাথায় আঘাত প্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় রক্তাক্ত অবস্থায় তাকে সিলেট ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গত রোববার সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। গতকাল সোমবার এশার নামাজের পর জানাযা শেষে স্থানীয় গোরস্তানে তার লাশ দাফন করা হয়।
প্রাপ্ত সংবাদে জানা যায়, লোকমান উদ্দিনের কাছ থেকে ঐ এলাকার সুহরাব আলীর স্ত্রী আছকিরুন নেছা কিছুদিন পূর্বে এক হাজার টাকা ঋণ নিয়েছিলেন। এ ঋণ পরিশোধ করতে না পারায় তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। মাত্র এক হাজার টাকার পাওনাকে কেন্দ্র করে বিরোধ নিরসনকারী ব্যক্তি হামলার শিকার হয়ে মৃত্যুর ঘটনাটি স্থানীয় ভাবে বিরোপ প্রতিক্রিয়ার সৃষ্টি করছে। এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানায় মামলার প্রস’তি চলছে বলে জানা যায়। ঘটনার সঙ্গে জড়িত কাউকে পুলিশ আটক করতে পারেনি বলে এলাকার লোকজন জানান।
গোলাপগঞ্জের পল্লীতে দু’পক্ষের বিরোধ নিষ্পত্তি করতে গিয়ে এক জনের মৃত্যু
Monday, May 26, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment