আমাদের সিলেট ডটকম:
নিজেরদের মধ্যে দ্বন্দ্বে আজ সকাল ৬টার দিকে কোতোয়ালি থানা পুলিশ ধারালো অস্ত্রসহ তিন জন ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে। এমনকি গ্রেফতারকৃতদেরকে ছাড়িয়ে নেয়ার জন্য রঞ্জিত গ্রুপের ছাত্রলীগ নেতা মিঠু তালুকদার দুপুর সাড়ে ১১টায় কোতোয়ালি থানার ওসির সাথে দেখা করেন। তখন ওসি তাকে ধারালো অস্ত্র দেখান এবং তাদেরকে ছেড়ে দেয়া হবে না বলে জানান।
ছাত্রলীগের দলীয় সূত্রে জানা যায়, মহানগর ছাত্রলীগের সহ সভাপতি আবুল হাসনাত বুলবুল ছাত্রলীগ নেতার বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করেছে মহানগর ছাত্রলীগের দর্শণদেউড়ি গ্রুপের নেতাকর্মীরা। এসময় তারা কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে সিলেট মহানগর ছাত্রলীগের সহ সভাপতি আবুল হাসনাত বুলবুলের সাগরদিঘীরপাড়স্থ ৩৭ নম্বর বাসায় এ হামলার ঘটনা ঘটে। হামলাকারী নেতাকর্মীরা বুলবুলের বাসা ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে। এরই প্রেৰিতে আজ সকাল ৬টার দিকে মহানগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরফদারের বাসায় হামলার প্রস্তুতিকালে একই দলের তিন ক্যাডারকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। আজ সকাল ৬টার দিকে সিলেট নগরীর তালতলা এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছে- ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি তুষার, ছাত্রলীগ কর্মী সুদীপ ও মোশাহিদ। তারা মহানগর ছাত্রলীগের সহ সভাপতি আবুল হাসনাত বুলবুলের অনুসারী। এরা এমসি কলেজ এবং লিডিং ইউনিভার্সিটির ছাত্র বলে পুলিশ জানায়।
সূত্রে জানা গেছে, রবিবার সকাল ৬টার দিকে মহানগর ছাত্রলীগের সহ সভাপতি আবুল হাসনাত বুলবুল অনুসারীরা ২টি মোটরসাইকেল নিয়ে ৬জন ক্যাডার অস্ত্রশস্ত্র নিয়ে তালতলা হয়ে মহানগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরফদারের কালীঘাটের বাসার দিকে যাচ্ছিল। তালতলা বাংলাদেশ ব্যাংকের কাছে আসার পর পুলিশ তাদেরকে বাধা দেয়। একপর্যায়ে পুলিশ ধাওয়া করে তিনজনকে আটক করে ও তাদের কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার করে থানায় নিয়ে যায়।
অস্ত্রসহ তিন ছাত্রলীগ ক্যাডার গ্রেফতার
Sunday, May 25, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment