আইন সংশোধন না করে জামায়াতের বিচার সম্ভব নয় : আইনমন্ত্রী

Saturday, May 31, 2014

আমাদের সিলেট ডেস্ক : বর্তমান আইনের সংশোধন না করে যুদ্ধাপরাধী হিসেবে জামায়াতের বিচার সম্ভব নয় বলে জানিয়েছেন আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক। তিনি বলেন, জামায়াতের বিচার সঠিক সময়ে হবে। আইনের নিয়ম-নীতি মেনেই তাদের বিচার সম্পন্ন করা হবে। এ নিয়ে অধৈর্য্য হওয়ার কিছুই নেই।

গতকাল শনিবার দুপুরে ঢাকা বারের টিনসেড মিলনায়তনে আওয়ামী আইনজীবী পরিষদ ঢাকা বার শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর হত্যার বিচার আমরা যথাযথ নিয়ম মেনে শেষ করেছি। ১০০ বছর পরেও এ বিচারের মধ্যে কোন ব্যত্যয় খুঁজে পাবেন না। জামায়াতের বিচারও সঠিক ভাবে করা হবে।

গণজাগরণ মঞ্চ ও ঘাতক দালাল নির্মূল কমিটিকে আশ্বস্ত করে মন্ত্রী বলেন, আইন সংশোধন না করে জামায়াতের বিচার সম্ভব নয়। যারা না বুঝে জামায়াতের বিচার চাচ্ছে, তারা বিচারকে বাধাগ্রস্থ করতে চায়।

অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেন, যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে বিভ্রানি- ছড়িয়ে কোন লাভ নেই। যথা সময়ে তাদের বিচার করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জামায়াতের সঙ্গে আতাত করার কোন প্রশ্নই আসেনা। আতাত করা হলে নিজামীর বিচার হতো না।

নারায়ণগঞ্জ ও ফেনীর হত্যাকাণ্ড সম্পর্কে কামরুল বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিচার না করার সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছে।

আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি শেখ হেমায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপসি’ত ছিলেন ব্যারিস্টার আমিরুল ইসলাম, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ রেজাউর রহমান প্রমুখ।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License