আমাদের সিলেট ডটকম:
বিশ্বনাথের চাঞ্চল্যকর র্বস্তম আলী হত্যা মামলায় লন্ডন প্রবাসী গৃহবধুসহ ২ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।
গত রোববার সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মো: মঈন উদ্দিন ঘোষিত রায়ে এদন্ড দেয়া হয়। রায়ে আসামী আসামী দুজনকে অর্থ দন্ড ও করা হয়েছে। দন্ডপ্রাপ্তরা হলেন, বিশ্বনাথের কোনারাই গ্রামের কারী মঈন উদ্দিনের পুত্র মিসবাহ উদ্দিন ও তার স্ত্রী লন্ডন প্রবাসী ছায়েরা বেগম। দন্ডপ্রাপ্তদের মধ্যে ছায়েররা বর্তমানে পলাতক ও মিসবাহ সিলেট কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
আদালত সংশিৱষ্ট সূত্রে জানা গেছে, বিশ্বনাথের কোনারাই গ্রামের রাখের চৌধুরীর লন্ডন প্রবাসী কন্যা ছালেহা বেগম চৌধুরী ওরফে বানেছাকে ভালোবেসে চাঁদপুরের হাওয়াকান্দির বদর্বজ্জামানের পুত্র র্বস্তম আলী বিয়ে করেন। র্বস্তম শাহী ঈদগাহ এলাকায় বসবাস করতেন। পরিচয়ের সূত্র ধরেই তাদের প্রণয় ও ঘর-সংসার। বিয়ের কিছু দিন পর র্বস্তমকে বানেছার সৎমা ছায়েরা বেগম ২০১০ সালের ৮ মার্চ বিকেলে কোনারাই গ্রামে নিজ বাড়ীতে দাওয়াত করে নিয়ে যান।
রাতের খাবারের পর হঠাৎ করে র্বস্তমকে পিটিয়ে আহত করা হয়। গুর্বতর আহত অবস’ায় ঐ দিন গভীর রাতে তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হলে ১১ মার্চ তিনি মারা যান। এ ঘটনায় ৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়। মামলা নং ৫(৩)২০১০। নিহতের সহোদর আব্বাস আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে একই বছরের ৩০ সেপ্টেম্বর আদালতে মামলার অভিযোগপত্র জমা দেয়া হয়। এরপর মামলার অভিযোগ গঠনের পর সাৰীদের সাৰ্য গ্রহণ করেন আদালত। যুক্তিতর্কসহ সকল কার্যক্রম শেষে গত রোববার দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা ৩য় আদালতের বিচারক মো; মঈন উদ্দিন আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। ঘোষিত রায়ে ছায়েরা বেগম ও মিসবাহ উদ্দিনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাস করে সশ্রম কারাদন্ড দেয়া হয়। রায় ঘোষণাকালে মিসবাহ উদ্দিন আসামীর কাঠগড়ায় হাজির ছিলেন। মামলার অপর দুই আসামীকে আদালত বেকসুর খালাস দিয়েছেন। রাষ্ট্রপৰে মামলাটি পরিচালনা করেন এপিপি এডভোকেট জুনেল আহমদ।
বিশ্বনাথের রুস্তম আলী হত্যা মামলা লন্ডনী গৃহবধূসহ ২ জনের যাবজ্জীবন কারাদন্ড
Monday, May 26, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment