জালালাবাদ থানায় ওপেন হাউজ ডেতে পুলিশ কমিশনারের এবার মাদক নির্মূলে জালালাবাদ থানার ওসিকে একমাসের আলটিমেটাম

Monday, May 26, 2014

আমাদের সিলেট ডটকম:

দক্ষিণ সুরমার থানার ওসিকে মাদক নির্মূলে ৩ দিনের আলটিমেটাম দেয়ার পর এবার সিলেটের জালালাবাদ থানার ওসিকে একমাসের আলটিমেটাম দিলেন সিলেটের পুলিশ কমিশনার মিজানুর রহমান। সোমবার দুপুরে জালালাবাদ থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত ওপেন হাউস ডেতে তিনি এই আলটিমেটাম দেন। একমাসের মধ্যে মাদক নির্মূল করতে না পারলে জালালাবাদ থানার ওসি গৌছুল হোসেনের বিরুদ্ধে কঠোর ব্যবস’া নেয়া হবে বলেও হুশিয়ারি উচ্চারণ করেন পুলিশ কমিশনার।

পুুলিশ কমিশনার বলেন,‘একমাসের মধ্যে জালালাবাদ থানাধীন শিবেরবাজারকে মাদকমুক্ত করতে হবে এবং তেমুখী পয়েন্টকে যানজটমুক্ত করতে হবে। অন্যথায় আপনার (ওসি গৌছুল হোসেন) বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবো।’ গতকাল সোমবার দুপুরে অনুষ্ঠিত এই ওপেন হাউজ ডেতে জালালাবাদ থানার পক্ষ থেকে গত প্রায় দেড় বছরে তাদের দ্বারা আটককৃত বিভিন্ন জিনিসের খতিয়ান তুলে ধরা হয়। ২০১৩ সাল থেকে এই বছরের ২৬ মে পর্যন্ত সময়ে জালালাবাদ থানা কর্তৃক ২৯ জন ডাকাত, ৩৯ জন চোর, ১৩ জন ছিনতাইকারি, ১৭ জন মাদকবিক্রেতা, ৬টি চোরাই মটরসাইকেল, ২টি চোরাই সিএনজি, ১টি চোরাই পিকআপ ভ্যান, ৫০ বোতল ফেন্সিডিল, ১৩ কেজি গাঁজা, ২৫ লিটার দেশীয় মদ, ৩৬৬ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ, পরিত্যক্ত ২টি পাইপগান, একটি দেশীয় পিস্তল উদ্ধার/আটক করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

ওপেন হাউস ডেতে উপস্থিত ছিলেন বিজিবি-৫ এর অধিনায়ক মেজর দেবাশীষ নারায়ণ পাল, উপ-পুলিশ কমিশনার (উত্তর) এজাজ আহমদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) রহমত উল্লাহ, জালালাবাদ থানার সহকারি পুলিশ কমিশনার রাজন দাশ, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ সুজাত আলী রফিক, টুকেরবাজার ইউপি চেয়ারম্যান শহীদ মিয়া, মোগলগাঁও ইউপি চেয়ারম্যান সামছুল ইসলাম প্রমুখ।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License