আমাদের সিলেট ডটকম:
অনলাইনে ভর্তি ও বেতন আদায়ের ফলে মদন কলেজে বছরে এখন প্রায় এক কোটি টাকা আদায় করা সম্ভব হচ্ছে। আগে এর পরিমাণ ২০ লাখ টাকা ছিল না। কলেজের ‘বদমাশ’ ছাত্রনেতারা শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায় করে বাকী ৮০ লক্ষ টাকা আত্মসাত করিত। অনলাইনে সকল কার্যক্রম চালুর ফলে সেই দুর্নীতি কমে এসেছে। ডিজিটালের ফলে গোপনে কাজ করার শক্তি বিদায় হয়েছে। সিলেটে গতকাল শুক্রবার ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এসব কথা বলেন।
মন্ত্রী গতকাল শুক্রবার বিকেল ৫টায় নগরীর রিকাবীবাজারস’ জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেসিয়ামে এ মেলার উদ্বোধন করেন। জেলা প্রশাসন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ টু আই প্রোগ্রামের উদ্যোগে দুদিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়। তর্বণদের বিপৱবে প্রযুক্তিখাতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ উলেৱখ করে অর্থমন্ত্রী বলেন, এখন গ্রামের মানুষও ইন্টারনেট ব্যবহার করছে। ইউনিয়ন তথ্য কেন্দ্রে ডিজিটাল সেবা পাচ্ছে। অনলাইনে কেনাকাটা করছে। যার ফলে বিশ্বে ডিজিটাল দেশ হিসেবে পরিচিতি পেয়েছে বাংলাদেশ।আর এই অর্জনে তর্বণদের ভূমিকা অগ্রগণ্য।
জেলা প্রশাসক শহীদুল ইসলামের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি বলেন, ডিজিটাল দেশ গঠনে তর্বণদের ৫ বছরের টার্গেট দেয়া হয়েছিল। কিন’ তর্বণরা ২ বছরেই টার্গেট সফল করেছে। যার সুফল বর্তমানে দেশের ৩ কোটি লোক ইন্টারনেট ব্যবহার করছে। ১১ কোটি লোক মোবাইল ব্যবহার করছে। এই বিপৱবের পেছনে তর্বণ সমাজের বড় ভূমিকা রয়েছে। তিনি আরো বলেন, তর্বণরা মোবাইল এপ্লিকেশনের প্রশিক্ষণ দিচ্ছে। এই প্রশিক্ষণ দক্ষ ও প্রশিক্ষিত মানবসম্পদ তৈরী করবে। ইংরেজী শিক্ষায় কিছুটা পিছিয়ে আছে তর্বণরা। তবে এখন ইংরেজী জানার ফলে গ্রামের লোকেরাও আউটসোর্সিংয়ে যুক্ত হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ সালেহ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাবেক এমপি সৈয়দা জেবুন্নেসা হক, সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ ও আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ প্রমুখ।
অনলাইনের ফলে মদনমোহন কলেজের আয় এক কোটি টাকা ছাড়িয়ে গেছে: অর্থমন্ত্রী
Friday, May 30, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment