পারাইরচকে পিকআপ ও অটোরিক্সার সংঘর্ষে নিহত ১ : আহত-৫

Friday, May 30, 2014

আমাদের সিলেট ডটকম:

সিলেট-মোগলাবাজার সড়কের দৰিণ সুরমায় পিকআপ ভ্যান অটোরিক্সা সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক মহিলার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন।

নিহত মহিলা মোগলাবাজার ইউনিয়নের বাউরবাগ গ্রামের দক্ষিণ সুরমা উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি হাজী দুদু মিয়ার স্ত্রী ফুলজান বিবি (৬৫)।

ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় পারাইরচক নামক স’ানে।

আহতরা হচ্ছেন- সিএনজি যাত্রী বাউরবাগ গ্রামের মৃত আকরম আলীর স্ত্রী আরফুল বেগম (৬০), সিএনজি চালক মোগলাবাজার ইউপির হরগৌরী গ্রামের রমজান আলী, পুন্নাখলা গ্রামের তাহির আলী, পিকআপ ভ্যানে থাকা অপর যাত্রী দাউদপুর ইউনিয়নের সিরাজপুর গ্রামের মনসুর আহমদ (২৫), তিনি লেগুনা চালক। পিকআপ ভ্যান চালক দেলওয়ার। আহতদেরকে স’ানীয় লোকজন উদ্ধার করে ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করে। তাদের অবস’া আশংকাজনক বলে জানা গেছে।

জানা যায়, সিলেট-থ ১২-৫০৬৮নং সিএনজি সিলেট থেকে মোগলাবাজার যাওয়ার পথে পারাইরচক নামক স’ানে পৌছিলে সিলেটগামী সিলেট-ভ ১১-১২৮৩নং পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজিটি দুমড়ে-মুচড়ে সড়ক থেকে বাইরে ছিটকে পড়ে। এ সময় সিএনজিতে থাকা মহিলা ফুলজান বিবি (৬৫) ঘটনাস’লে মৃত্যুবরণ করেন। খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস’লে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং গাড়ি দুটি জব্ধ করে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসনের অনুমতি নিয়ে ময়না তদন- ছাড়াই ফুলজান বিবির লাশ বাদ মাগরিব বাউরবাগ জামে মসজিদ প্রাঙ্গণে নামাযে জানাজা শেষে মসজিদ প্রাঙ্গণে দাফন সম্পন্ন করা হয়।

পরিবারিক সূত্রে জানা যায়, ফুলজান বিবি ফজরের নামাযের পর তার স্বামী ও দুই নিকটাত্মীয়কে নিয়ে সিএনজি যোগে সিলেট এয়ারপোর্ট রোডে একজন কবিরাজ-এর কাছে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে তার হাজী দুদু মিয়া শহরে গাড়ি থেকে নেমে যান। তিনি অপর দুই সঙ্গিকে নিয়ে সিএনজি যোগে পারাইরচকে পৌছিলে এ দুর্ঘটনার শিকার হন।

মরহুমার জানাজায় আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি সহ এলাকার সর্বস-রের শ্রেণী পেশার মানুষ জানাজায় শরিক হন।

এদিকে, দক্ষিণ সুরমা উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি হাজী দুদু মিয়ার স্ত্রী ফুলজান বিবির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী। তিনি এক শোকবার্তা মরহুমার রূহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License