আমাদের সিলেট ডটকম:
সিলেটের সদর উপজেলার ধোপাগুলে ট্রাকের পাথর আনলোড করার সময় শুক্কুর আলী (৪২) নামের এক শ্রমিক গুর্বতর আহত হয়েছেন।
শনিবার সকাল ১০টায় সিলেটের ধোপাগুল বাইপাস এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
শুক্কুর আলী সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বর্ণি গ্রামের সোনা মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্কুর আলী একটি ট্রাকের হেলপার হিসেবে কাজ করতেন। শনিবার সকাল ১০টায় ধোপাগুল বাইপাস এলাকায় পাথর ভর্তি ট্রাকের ডালা খুলতে গিয়ে চাপা পড়েন তিনি।স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আহতের বোন রেবেকা বেগম জানান, তার ভাই কাজ করতে গিয়ে আহত হয়েছেন। তাই এ ব্যাপারে কারো বিরুদ্ধে অভিযোগ দায়ের করেননি।
আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিলেটে ট্রাক শ্রমিক গুরুতর আহত
Saturday, May 31, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment