আমাদের সিলেট ডটকম:
সুনামগঞ্জে ‘নিখোঁজ’ গাড়ি চালক জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্য রেজাউল হক সোহেলের সন্ধানের দাবিতে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ডাকে রোববার জেলায় সকাল সন্ধা পরিবহন ধর্মঘট পালিত হয়েছে। ধর্মঘটের কবলে পড়ে গ্রাম থেকে আসা বিভিন্ন এলাকার শতশত যাত্রী চরম দুভোগের্র শিকার হয়েছেন। যানবাহন না পেয়ে অনেককে ব্যাগ ও মালপত্র নিয়ে রাস্তায় বসে থাকতে দেখা দেছে।
ধর্মঘটের সমর্থনে দুপুরে শহরের মল্লিকপুর বাসস্টেশন এলাকায় সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক নেতা সাহাব উদ্দিন, নুরুল হক, ফয়জুননূর, আকবর আলী, জয়নাল আবেদীন, নুরুল হক. ফারুক আহমদ, বাণি দেব প্রমুখ।বক্তারা বলেন, ‘গেল ৪ মে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সিলেটে ফেরার পথে গাড়ি মালিক যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান মুজিবসহ চালক রেজাউল হক সোহেল ‘নিখোঁজ’ হন। ঘটনার ২১ দিন পরও তার সন্ধান দিতে ব্যর্থ হয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।’ অবিলম্বে তাকে খুঁজে বের করার দাবি জানান বক্তারা।
সুনামগঞ্জে সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘট পালন
Sunday, May 25, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment