আমাদের সিলেট ডটকম:
বিয়ানীবাজারে দুই বোনকে পাশবিক নির্যাতনের ঘটনায় কালাম আহমদ (২৬) নামের আরেক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সে একই উপজেলার পূর্ব পইলগ্রামের আব্দুর রব লবই মিয়ার ছেলে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় জকিগঞ্জে শ্বশুর বাড়ি থেকে কালামকে বিয়ানীবাজার থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানিয়েছেন। এই নিয়ে এ মামলায় চারজনকে গ্রেফতার করা হলো। তবে মামলার প্রধান আসামী জয়নুল ইসলামকে এখনো ধরতে পারেনি পুলিশ।এর আগে গ্রেফতারকৃতরা হলো- সিলেটের কানাইঘাট উপজেলা বড়দেশের মকবুল আলীর ছেলে সৈয়দুর রহমান সাইফুল (৩৮), মৌলভীবাজার কুলাউড়া উপজেলার কটিয়া গ্রামের সুন্দর আলীর ছেলে সেলিম আহমদ ও পলাতক জয়নুলের বড় ভাই নজরুল ইসলাম।
এর মধ্যে আমলগ্রহণকারী হাকিম আদালত-৪ এ ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সেলিম আহমদ।
প্রসঙ্গত, গত ২৫ মে দিবাগত রাতে বিয়ানীবাজার থানার হাজরাপাড়া গ্রামের মা-বাবাকে বেঁধে এবারের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ২ বোনকে পাশবিক নির্যাতন কওে ওই পাঁচ পাষন্ড। এ ঘটনায় তাদের পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।
বিয়ানীবাজারে পাশবিকতার ঘটনায় আরেক আসামী গ্রেফতার
Thursday, May 29, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment