সাহাবুদ্দিনের বক্তব্যে বিব্রত ও হতবাক ইফতেখারুজ্জামান

Thursday, May 29, 2014

আমাদের সিলেট ডটকম : দুর্নীতি দমন কমিশনার মো. সাহাবুদ্দিনের বক্তব্যে বিব্রত ও হতবাক হয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি বলেন, উনি (সাহাবুদ্দিন) যে ভাষা ও বডি ল্যাংগুয়েজ দেখিয়েছেন, তাতে তিনি নিজেকেও বিব্রত করেছেন।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর একটি হোটেলে টিআইবির এক গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। সেখানে ইফতেখারুজ্জামান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘আমাদের কোনো মুখোশ নেই। পরিচয় একটাই- আমরা টিআইবি।’

বুধবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে দুদক আয়োজিত এক অনুষ্ঠানে মো. সাহাবুদ্দিন বলেছিলেন, টিআইবি বিদেশ থেকে আনা টাকা গবেষণায় কতটা ব্যয় করছে, তার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন আছে। সময় হলে এ বিষয়ে টিআইবির মুখোশ উন্মোচন করা হবে।

টিআইবির মুখোশ উন্মোচন প্রসঙ্গে ইফতেখারুজ্জামান বলেন, সময় হলে কেন? আজকেই মুখোশ উন্মোচন করুন। তদন্তে আমরাও সাহায্য করব। আর যদি সমালোচনার কারণেই এমন হয়, তবে বলব আরেকবার ভেবে দেখুন।’

তিনি বলেন, ‘দুদক প্রতিষ্ঠার পেছনে টিআইবিরও ভূমিকা আছে। দুদক প্রতিষ্ঠার দাবি আমরাই করেছিলাম। এর মূল খসড়াও আমরা করে দিয়েছিলাম। আমরা চাই প্রতিষ্ঠানটি আরও কার্যকর হোক।’

ইফতেখারুজ্জামান বলেন, ‘টিআইবি বিদেশি অর্থায়নে চলে, আমরা এটা অস্বীকার করি না। এটা আমরা আগেও বলেছি। সরকারের সম্মতি ছাড়া টিআইবি একটি টাকাও গ্রহণ করে না, খরচও করে না, করতে পারে না। সরকারের কাছে আমরা জবাবদিহি করি।’





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License