আমাদের সিলেট ডটকম:
হবিগঞ্জে বিস্ফোরক মামলায় জেলা যুবদল সাংগঠনিক সম্পাদক, জেলা ছাত্র শিবির সভাপতিসহ ১১ জনের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ মো. মাহবুবুল আলমের আদালতে আসামীরা হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
আসামীরা হলেন জেলা যুবদল সাংগঠনিক সম্পাদক সম্পাদক জালাল আহমেদ, পৌর যুবদল সাধারণ সম্পাদক সফিকুর রহমান সিতু, সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আলম সাজন, জেলা ছাত্রশিবির সভাপতি খলিলুর রহমান, জামাত কর্মী আমজাদ হোসেন মনি, পৌর কৃষকদল সাধারণ সম্পাদক সফিকুর আলম, ছাত্রদল কর্মী মাহবুর রহমান, রবিউল আলম, হাবিবুর রহমান পাপ্পু, শিপন ও মামুনুর রশিদ মামুন।
উলেখ্য, গত বছরের ৩০অক্টোবর যুবদলের একটি মিছিল থেকে শহরের চৌধুরী বাজার এলাকায় যুবদলের মিছিল থেকে বেশ কয়েকটি দোকানপাটে হামলা ও ভাংচুর করা হয়।
এ ঘটনায় হবিগঞ্জ সদর থানার এস আই ইকবাল বাহার বাদী হয়ে ৩১ অক্টোবর দ্রুতবিচার আইনে যুবদল, ছাত্রদল ও শিবিরের অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করে। আজ দুপুরে আসামীরা কোর্টে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ প্রদান করেন।
হবিগঞ্জে বিস্ফোরক মামলায় ছাত্রদল যুবদল ও শিবিরের ১১ নেতা কারাগারে
Tuesday, May 27, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment