সৈয়দ শাহ সেলিম আহমেদ, লন্ডন (যুক্তরাজ্য) থেকে:
হঠাৎ করে নির্বাচনী ডামাডোলের ইস্যুতে অতি সঙ্গোপনে এবং সুসংগঠিত ভাবে বর্ণবাদী সংগঠন ইডিএল এবং তাদের দোসর ব্রিটেন ফার্স্ট এর ব্যানারে মুসলমান, ইসলাম ও মসজিদ বিরোধী প্রচারণা ও ক্যাম্পেইন বেশ জোরে শোরে এবং কখনো কখনো ঝটিকা কম্যান্ডো স্টাইলে ইস্ট লন্ডন মসজিদ সহ লন্ডনের আশে পাশের মসজিদে শুর্ব করে ইডিএল ও ব্রিটেন ফার্স্ট নামের বর্নবাদী সংগঠন।
ধারণা করা হচ্ছে, তারই ধারাবাহিকতায়, আজ সকালে হঠাত করে টাওয়ার হ্যামলেটস এর পপলারের বার্টলেট পার্কে কে বা কারা সাইন বোর্ড ঠাঙ্গিয়ে যায়, যাতে লেখা রয়েছে, এই পার্ক মুসলিম এরিয়ায়, এখানে মুসলমানেরা কুকুর পছন্দ করেনা, এখানে ডগ চালনা করা যাবেনা- এরকম সাইন বোর্ড লাগানো অবস’ায় এই পার্কে দেখতে পেয়ে স্থানীয় এমপি লেবার দলের জিম ফিটজপ্যাট্রিক এমপি পুলিশকে তলব করেন।
সাইন বোর্ডে স্পষ্ট লেখা রয়েছে এটা মুসলিম ইসলামিক এরিয়া, মুসলমান কুকুর পছন্দ করেনা- এমন লেখা সাইনবোর্ড দেখে স’ানীয় এমপি অসনে-াষ প্রকাশ করেন,সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় বলেন,এটা সম্পূর্ণ অগ্রহণযোগ্য, তবে ধর্মীয় বিদ্বেষ কিংবা মুসলিমদের ফাঁসানোর জন্য অন্য কেউ বা হেইট বিদ্বেষী কোন চক্রের কাজ কিনা তাও খতিয়ে দেখা দরকার।কেননা কোন মুসলমান গোষ্ঠী এখন পর্যন্ত এমন সাইন বোর্ড ঠাঙ্গানোর কথা স্বীকার করেননি।
এমপি নিজেই বলেন, এটা ইসলামিক কোন গ্রুপ করেছে- এমন নিশ্চয়তা করে বলা যাবেনা, এমনও হতে পারে বর্ণবাদী গ্রুপ ইডিএল নিজেরাই এটা করে মুসলিম বিরোধী প্রচারণা উস্কে দিয়ে পরিস্থিতি ঘোলাটে করতে চাচ্ছে।
এ সময় উপস্থিত টাওয়ার হ্যামলেটস বারার কমান্ডার ডেভ ষ্ট্রিঙ্গার বলেন, এই বার্টলেট পার্ক কমিউনিটি সমপ্রীতির দীর্ঘ ইতিহাস রয়েছে, এখানে এর আগে এধরনের কোন টেনশনের ইতিহাস নেই, তিনি এই সাইনবোর্ড সরিয়ে কমিউনিটির সকলকে আশ্বস- করেছেন, পুলিশী তৎপরতা এখানে বৃদ্ধি করা হবে, সকল কমিউনিটির সমপ্রীতি ও সহমর্মিতা বজায়ে পুলিশ আরো তৎপর হবে।
একজন কমিউনিটি ব্যক্তিত্ব বলেন, ইডিএল অত্যন্ত সুচতুরতার সাথে এমন কাজ করে কমিউনিটিকে বিভক্ত করে ফায়দা লুটতে এমনটাই মুসলমান ও ইসলামের নামে করেছে বলে তার বিশ্বাস।
উল্লেখ্য ব্রিটিশ সেনা লী রাগবী হত্যাকান্ডের পর বর্ণবাদী ইডিএল বিভিন্ন মসজিদে ও পথে ঘাটে মুসলমানদের উপর হামলা অব্যাহত রেখেছে। গত সপ্তাহে হঠাত করে ইস্ট লন্ডনের মুসলিম সেন্টার ও মসজিদে কমান্ডো স্টাইলে মসজিদের ভিতর জুতা পায়ে ঢুকে লোকদের মধ্যে আতংক ও তাদের লিফলেট বিলির চেষ্টা করেছিলো।
ঠিক তার পর পরই ব্রিটেন ফার্স্ট নামের ব্যানারে চারজন লোক জুতা পায়ে ইস্ট লন্ডন মসজিদে ঢুকে লোকদের মধ্যে ভীতিকর এক অবস’ার সৃষ্টি করে, তারা মসজিদের ইমামকে খুঁজতে থাকে,মসজিদের রিসেপশনে গিয়ে বাইবেল ও লিফলেট এবং টাইপ করা একটা চিঠি ইমামের উদ্দেশ্যে রিসেপশনে দিয়ে যায়। এসময় তারা চেষ্টা করেছিলো বিশৃংখলা সৃষ্টির কিন্তু মুসলিম কমিটির লোকজনদের সহমর্মিতা ও চরম ধৈযের্র ফলে তারা হতভম্ব হয়ে যায়, নিজেদেরকে আমির্র লোক পরিচয় দিয়ে তখন দ্রুত মসজিদ ত্যাগ করে।
জানা গেছে লিফলেটে তারা ব্রিটেনের সাদা নারীদের ক্রমাগত ধর্ষন ইত্যাদিতে বাংলাদেশী ও পাকিস্তানীদের দায়ী ও প্রতিকারের ব্যবস্থা নিতে ইমামকে আহবান জানিয়েছে।
এরকম ঘটনার পর পরই আজ সকালে টাওয়ার হ্যামলেটসের এই পার্কে ইসলামিক এরিয়া নাম দিয়ে সাইন বোর্ড ঠাঙ্গানো দেখা যায়। পুলিশ ও স্থানীয় কাউন্সিল বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।
ব্রিটেনে ইডিএল, ব্রিটেন ফার্স্ট এর পর এবার মুসলিম বিদ্বেষী প্রচারণা টাওয়ার হ্যামলেটসের পার্কেও
Saturday, May 31, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment