আমাদের সিলেট ডটকম:
সিলেটে পৃথক হামলার ঘটনায় এক নারীসহ চার জন আহত হয়েছেন। শনিবার সকালে নগরীর হাতিমবাগ ও জেলার ওসমানীনগর উপজেলার কালনীরচর গ্রামে এসব হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল সাড়ে ১০টায় সিলেট নগরীর হাতিমবাগে সন্ত্রাসী হামলায় আহত হন একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক জমির মিয়া (২৬)। সন্ত্রাসীরা লোহার রড ও জিআই পাইপ দিয়ে পিটিয়ে তাকে আহত করেন। হামলাকারীরা তার ডান হাত ভেঙে দিয়েছেন।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত জমির আলী জানান, সিলেট সিটি করপোরেশনের ড্রেনের কাজের তত্ত্বাবধানে ছিলেন তিনি। ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী শাহান আহমদের সঙ্গে বিরোধ থাকায় হাতিমবাগ এলাকার লাভলু, কালাম, বিলাল রড ও জিআই পাইপ দিয়ে তাকে পিঠিয়ে আহত করেন।
এদিকে, ওসমানীনগরে প্রতিবেশীর হামলায় এক নারীসহ তিনজন আহত হয়েছেন। বসতবাড়ির জায়গা কেনা-বেচা নিয়ে শনিবার সকাল ১০টার দিকে হামলার এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ওসমানীনগর উপজেলার উত্তর কালনীরচর গ্রামের জায়ফর উল্লার ছেলে শহীদুল ইসলাম (৩০), তার বোন জহির ইসলামের স্ত্রী ছালিয়ো বেগম (৪৫) ও ভাতিজা ছালিক মিয়ার ছেলে শামসুল ইসলাম (১৬)।
আহত শহীদুল ইসলাম জানান, মধ্যপ্রাচ্যে যাওয়ার জন্য বাড়ি থেকে তাদের অংশের কিছু জায়গা বিক্রির চেষ্টা করেন তারা। তাদের প্রতিবেশী চাচাতো ভাইয়ের ছেলে শামীম আহমদ জায়গাটি তার কাছে বিক্রির প্রস্তাব দেন।
তিনি বলেন, জায়গা বিক্রির কিছু টাকা শামীমের কাছে পাওনা ছিল। এ টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে শামীমসহ ৭/৮ জন মিলে তাদের ওপর হামলা করেন। হামলাকারীদের শাবলের আঘাতে তারা তিনজন আহত হন। পরে স্বজনরা তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবের আহমদ জানান, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ আসেনি।
সিলেটে পৃথক হামলায় ৪ জন আহত
Saturday, May 31, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment