আমাদের সিলেট ডটকম:
সিলেট নগরীতে আবাসন মেলা ২০১৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে।সোমবার বিকেল ৫টায় আবাসন মেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম। সিলেট নগরীর দোপাদিঘীরপাড়স্থ ইউনাইটেড সেন্টারে গ্রীন ইভেন্টেসের উদ্যোগে এই আবাসন মেলার আয়োজন করা হয়েছে। সিলেটের জেলা প্রশাসক শহীদুল ইসলাম ফিতা কেটে আবাসন মেলার শুভ সুচনা করে প্রতিটি স্টল পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন সিলেটের আবাসন সমস্যা সমাধানে এই মেলা অনেক অবদান রাখবে। ব্যস্ততম নাগরিক জীবনে আবাসন সমস্যা মোকাবেলায় সকলকে এগিয়ে আসতে হবে। তিনি পরিবেশ বান্ধব আবাসন প্রকল্প গ্রহণের গুরুত্বারোপ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মার্লিন বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী শামীম হামিদ, রাকিম বিল্ডার্সের হেড অব মার্কেটিং মিসবাহুল হক, রূপায়ন হাউজিং এর প্রকল্প পরিচালক এনামুল হক, গ্রীণ ইভেন্টেসের ব্যবস্থাপনা পরিচালক সিরাজুর রহমান পাশা।
আবাসন মেলায় দেশের ১২টি খ্যাতনামা প্রতিষ্ঠান অংশ নেয়। মেলার প্রথম দিনেই দর্শনার্থীদের উপচে পড়া ভীড় ছিলো।
সিলেট আবাসন মেলার উদ্বোধন
Monday, May 26, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment