আমাদের সিলেট ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জন্ম যাদের অবৈধ তারা সব কিছুতেই অবৈধ দেখে। যারা সরকার নিয়ে বৈধতার প্রশ্ন তুলছে, তারাই কি বৈধ? জিয়াউর রহমান সংবিধান লঙ্ঘন করে ক্ষমতায় উত্তরণ করল। জিয়াউর রহমান কারফিউ দিয়েছিল। কোন গণতন্ত্র দিয়েছিল। কারফিউ গণতন্ত্র? তিনি যে দল গঠন করেছিলেন সেটাই তো অবৈধ।
গতকাল শনিবার বিকেলে ৪টার দিকে জাপান সফর নিয়ে গণভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ট্রাক, বাসসহ বিভিন্ন জায়গায় আগুন দেয়া হয়েছে। মানুষ মারা হয়েছে। যারা হত্যা করে নির্বাচন ঠেকাতে চেয়েছিল। তারা কি আবার ডিক্টেটরশিপ আনতে চেয়েছিল। নির্বাচনে ৪০ ভাগ ভোট পড়েছিল। তাই কেন এর বৈধতা হবে না। আজ পর্যন- একটা সরকার দেখান যারা গণতন্ত্র রক্ষা করে সরকার পরিচালনা করতে পেরেছে। আমরা পেরেছি।
তিনি বলেন, আগের সরকার কেউ ল্যান্ড বাউন্ডারি ঠিক করতে পারে নি। আমরা ১৯৯৬ সাল থেকে শুরু করেছি। তিস-া চুক্তি নিয়ে আমরা আলোচনা শুরু করেছি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এতে বাধা দিয়েছেন। তাই থেমে গিয়েছিল। আমরা তো শুরু করেছি।
মধ্যবর্তী নির্বাচন নিয়ে এক প্রশ্নে তিনি বলেন, আপনারা কী মধ্যবর্তী নির্বাচন চান? আবার জ্বালাও পোড়াও হোক যদি চান তাহলে দিতে পারি। আমার তো সমস্যা নেই।
সরকারকে ‘পচতে’ সময় দেয়া হচ্ছে- বিএনপি চেয়ারপারসনের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ সভানেত্রী পাল্টা বলেছেন, ‘পচছে’ বিএনপিই, আর দলটিকে ‘ফরমালিন দিয়ে তাজা’ রাখা হচ্ছে।
এক সাংবাদিক বিএনপি চেয়ারপারসনের বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে একথা বলেন শেখ হাসিনা।
তিনি বলেন, পচলোটা কে? নির্বাচনে অংশ না নিয়ে উনি নিজেই তো পচে গেছেন। শেখ হাসিনা বলেন, এখন তো সব জায়গায় ফরমালিন। ফরমালিন দিয়ে তাজা রাখার চেষ্টা করা হচ্ছে। আমরা বিএনপিকে ফরমালিন দিয়ে তাজা রাখার চেষ্টা করছি। না হলে এত কথা কিভাবে বলছেন।
গত ২৪ মে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশে খালেদা জিয়া সরকারবিরোধী কর্মসূচি দিতে আরো সময় নেয়ার ঘোষণা দিয়ে বলেন, ‘এদের (সরকার) পচতে আরো একটু সময় দিতে হবে। এজন্য আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে’।
ওই নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না করা ‘ভুল’ ছিল মন-ব্য করে শেখ হাসিনা বলেন, কোনো রাজনীতিক যদি ভুল সিদ্ধান- নেয়, সে ভুলের খেসারত তাকে দিতে হবে।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার বিষয়টি সংবিধানেই রয়েছে জানিয়ে এক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী না থাকার জন্য বিএনপিকে দায়ী করে প্রধানমন্ত্রী বলেন, উনারা এলেই তো হত।
‘জাপানের সঙ্গে সম্পর্কের নতুন মাত্রা যোগ হলো’
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাপানে সফর অত্যন- সফল হয়েছে। জাপানের সঙ্গে সম্পর্কের নতুন মাত্রা যোগ হলো। জাপান বিভিন্ন সময় আমাদের সাহায্য করেছে। ২১ দফার যৌথ ইশতেহার স্বাক্ষর হয়েছে বাংলাদেশ ও জাপানের সঙ্গে। জাপানের দেয়া ৬’শ কোটি ডলার বংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যয় করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, জাপানের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের জন্য আহ্বান জানােনা হয়েছে।
জন্ম যাদের অবৈধ তারা সব কিছুতেই অবৈধ দেখে : প্রধানমন্ত্রী
Saturday, May 31, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment