আমাদের সিলেট ডটকম:
সুনামগঞ্জের জগন্নাথপুরে চুরির ঘটনায় শাহেদা খানম (৫৫) নামের এক বৃদ্ধ মহিলা খুন হয়েছেন। তিনি জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের আটঘর গ্রামের মৃত আলা উদ্দিন খাঁন ওরফে আলাই খাঁর স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, শনিবার ভোর রাত ৪ টার দিকে বাঁশের মই দিয়ে বাড়ির দ্বিতীয় তলা ভবনের প্রথম তলার ভ্যান্টিলেটার ভেঙে ঘরে প্রবেশ করে চোরেরা। এ সময় চোরেরা ঘরে থাকা বৃদ্ধ মহিলা শাহেদা খানমকে শ্বাসরোধ করে হত্যার পর স্টীলের আলমিরা ভাংচুর করে ১৫/২০ ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ প্রায় ১৫ থেকে ২০ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। বাড়ির দ্বিতীয় তলায় মহিলার দুই লন্ডন প্রবাসী ছেলে তাদের পরিবার নিয়ে ও নীচ তলায় আরেক ছেলে থাকলেও তারা কেউ কিছু জানতে পারেননি। খবর পেয়ে গতকাল শনিবার জগন্নাথপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) খাঁন মোঃ মঈনুল জাকির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চোরেরা চুরি করতে এসে মহিলাকে শ্বাসরোধ করে হত্যা করেছে।
জগন্নাথপুরে চুরির ঘটনায় মহিলা খুন
Saturday, May 31, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment