দিরাই বাজারে অগ্নিকান্ড কোটি টাকার ক্ষয়ক্ষতি

Friday, May 30, 2014

আমাদের সিলেট ডটকম:

সুনামগঞ্জের দিরাই পৌর সদরের দিরাই বাজারে শিমুলবাক বস্ত্রালয়ে অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে দিরাই বাজারের আপ্তাব উদ্দিনের মালিকানাধীন দোকানে আগুন লাগলে সেখানে থাকা শিমুলবাক বস্ত্রালয়, এলিট ফ্যাশন, শিমুলবাক গার্মেন্টস, বিপলু সাউন্ড সিস্টেম, আব্দুল গফফার টেইলার্স, বিপুল টেইলার্সসহ ৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় অগ্নিকাণ্ডে আহত হয়েছেন শিমুলবাক বস্ত্রালয়ের মালিক আখতারুজ্জামান। অগ্নিকাণ্ডের খবর পেয়ে বাজারের অন্যান্য ব্যবসায়ী ও স’ানীয় লোকজন আগুন নিয়ন্ত্রনে আনে। খবর পেয়ে রাতেই দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন, দিরাই উপজেলা পরিষদের চেযারম্যান হাফিজুর রহমান তালুকদার, দিরাই পৌর মেয়র আজিজুর রহমান বুলবুলসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস’ল পরিদর্শন করেন। সুনামগঞ্জ থেকে ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে পৌঁছার আগেই দোকানগুলো পুড়ে ছাই হয়ে যায়।

শিমুলবাক বস্ত্রালয়ের আখতারুজ্জামান জানান, আমার ক্যাশে নগদ ৩ লক্ষ টাকা ছিল। দোকানে মালামাল ছিল প্রায় ২০ লক্ষ টাকার। আগুনে আমার সব শেষ হয়ে গেছে। অবশিষ্ট বলতে আমার আর কিছু রইলো না।

এলিট ফ্যাশনের দেবাশীষ বলেন, আমি ব্র্যাক এবং গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা শুরু করি। দোকানের মালামালসহ আমার ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন হচ্ছে আমাদের এলাকার ব্যবসায় সূবর্ণ সময়। এ মুহুর্তে আগুনে আমার সব হারিয়ে এখন আমি রাস্তায় নামার উপক্রম।

টেইলার্স আব্দুল গফফার বলেন, আমার তিনটি সেলাই মেশিন ও গ্রাহকদের রক্ষিত প্রায় ৭০-৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

ক্ষুদ্র ব্যবসায়ী আশরাফ আলী বলেন, আমি রাস্তায় বসে ব্যবসা করি। দিনশেষে আমার মালামাল ওই দোকানে রেখে যাই। রাতে আগুনের খবর পেয়ে দোকানে এসে দেখতে পাই আমার সব শেষ হয়ে গেছে।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা তাদের পূনর্বাসনের জন্য সরকারের প্রতি দাবী জানান এবং দিরাইয়ে ফায়ার সার্ভিস নির্মাণের কাজ দ্রুত শেষ করার অনুরোধ জানান।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License