আমাদের সিলেট ডটকম:
শ্রীমঙ্গল উপজেলায় নাহার পান পুঞ্জিতে সংঘর্ষে নারী পুরুষ সহ অন্তত ৯ জন আহত হয়েছেন।
গতকাল শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের এ ঘটনাটি ঘটেছে। চা বাগানের শ্রমিকরা বাগানের রাস-া অবরুদ্ধ করে রাখায় সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত পান পুঞ্জির মহিলাসহ আহত ৫ জনকে হাসপাতালে প্রেরণ করা যায়নি। অবশেষে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান, পুলিশ, বিজিবি, শ্রমিক নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকদের সহায়তায় রাত সাড়ে সাতটার দিকে পুঞ্জির আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, নাহার পানপুঞ্জির একটি নির্মানাধীন ঘর তৈরিতে নাহার চা বাগানের শ্রমিকরা বাধা প্রদান করে। এ অবস’ায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে পুঞ্জির বাসিন্দারা গুলতি (গোলাইল) ও চা শ্রমিকরা তীর ধনুক ব্যবহার করে। সংঘর্ষে খাসিয়া পান পুঞ্জির আরকিং পচাৎ (২৮), তাঙমঙ লামিন (৪০), কুমেঙ তালাং (৩০), তুইদ (৩০) ও বিল (৪০) এবং চা শ্রমিক নিতাই চাষা (৪০), টিলা ক্লার্ক ডিএম নাইম (৩২) ও রুবেল মিয়া (৩১) আহত হয়। ঘটনার খবর পেয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল জলিলের নেতৃত্বে পুলিশ, বিজিবি সদস্যরা ঘটনাস’লে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত চা বাগানের স্টাফ ও শ্রমিকদের ঘটনার পরপরই হাসপাতালে প্রেরণ করা হলেও চা শ্রমিকরা নাহার চা বাগানের অফিসের সামনে রাস্তা অবরুদ্ধ করে রেখে পুঞ্জির আহতদের হাসপাতালে নিয়ে যেতে বাধা প্রদান করে।
৬ ঘন্টা এভাবে অবরুদ্ধ থাকার পর উপজেলা ভাইস চেয়ারম্যান সাগর হাজরা, প্রাক্তন ইউপি চেয়ারম্যান মাখন লাল কর্মকার, মেম্বার বিজয় হাজরা, পুলিশ ও সাংবাদিকদের সহায়তায় পুঞ্জির আহতদের গাড়িযোগে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত আহত চা শ্রমিক নিতাই চাষা ও ডিল সুমেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েক বছর ধরে নাহার পান পুঞ্জির বাসিন্দা খাসিয়া সমপ্রদায়ের সঙ্গে নাহার চা বাগান কর্তৃপক্ষের জমি নিয়ে বিরোধ চলছিলো। এরই জেরে শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে চা বাগানের চার নম্বর সেকশনে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
নাহার পান পুঞ্জির মন্ত্রী (গোষ্ঠী প্রধান) ডিবারমিন বলেন, তাদের পুঞ্জির জমি দখল করতে গেলে সংর্ষের ঘটনাটি ঘটে। তিনি এ ঘটনার জন্য চা বাগান কর্তৃপক্ষকে দায়ী করেন। তাদের পক্ষের পাঁচজন আহত হয়েছেন। তাদের পুঞ্জিতে রাখা হয়েছে।
ডিবারমিনের অভিযোগ, চা বাগান কর্তৃপক্ষের বাধার কারণে আহত ব্যক্তিদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থা কমপ্লেক্সে নিতে পারছেন না বলে তিনি অভিযোগ করেন। ঘটনার পর চা বাগান কর্তৃপক্ষ তাদের চলাচলের রাস্তাটি বন্ধ করে দিয়েছে।
অপরদিকে নাহার চা বাগানের ব্যবস্থাপক পীযূষ কান্তি চক্রবর্তী জানান, বাগানের জমিতে খাসিয়ারা ঘর তৈরি করাকালে চা শ্রমিকরা ওই ঘর তৈরিতে বাধা প্রদান করে। এ অবস্থায় খাসিয়ারা চা শ্রমিকদের উপর হামলা চালায়। হামলায় তাদের ৫ জন আহত হয়েছেন।
শ্রীমঙ্গল থানার ওসি মো. আব্দুল জলিল বলেন, জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ। এ নিয়ে মাঝেমধ্যে উত্তেজনা দেখা দেয়। সংঘর্ষের ঘটনা ঘটে। এখন পরিস্থিতি শান্ত। চা বাগানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
শ্রীমঙ্গলে চা শ্রমিক ও খাসিয়াদের মধ্যে সংঘর্ষ : আহত ৯
Friday, May 30, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment