আমাদের সিলেট ডেস্ক : জাপান সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কট্টরপন্থী ভাবমূর্তি থাকা সত্ত্বেও, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কাজ করার জন্য তিনি প্রস্তুত। তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি বেশ স্পষ্ট। সবার সঙ্গে বন্ধুত্ব এবং কারও প্রতি বিদ্বেষ নয়। হাসিনা বলেন, আমি বিশ্বাস করি কোন সমস্যা থাকলে, দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে আমরা সেটার সমাধান করতে পারি। জাপান সফরের চতুর্থ দিন রাজধানী টোকিওতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন তিনি। এ খবর দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বাংলাদেশে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা শেখ হাসিনা বলেছেন, তিনি ভারতের ৪টি ভিন্ন সরকারের সঙ্গে কাজ করেছেন এবং মোদির সরকার সে তালিকায় ‘পঞ্চম’। ক্ষমতাধর ও জনবহুল প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে কাজের ক্ষেত্রে সুসম্পর্ক বজায় রাখতে ইচ্ছুক হাসিনা। বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, মোদির নিজস্ব ধারণা বা মতাদর্শ রয়েছে। এখন তিনি ভারতের প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমি আশা করি তিনি ভারতের প্রধানমন্ত্রীর মতোই তার দায়িত্ব পালন করবেন। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, এ অঞ্চলের একটি ‘সাধারণ শত্রু’ হচ্ছে দারিদ্র্য।
মোদির সঙ্গে কাজ করতে প্রস্তুত বাংলাদেশ – প্রধানমন্ত্রী
Wednesday, May 28, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment