আমাদের সিলেট ডটকম:
বিয়ানীবাজারে মা-বাবাকে বেঁধে রেখে আপন দুই বোনকে গণ-ধর্ষণ করেছে পাষন্ডরা।
রোববার ভোর রাতে উপজেলার চারখাই ইউনিয়নের হাজরাপাড়া গ্রামে লোমহর্ষক এ ঘটনা ঘটে। ধর্ষিতা দুই বোন এবার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। পুলিশ তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজের ওসিসি’তে (ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার) ভর্তি করেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয়ভাবে জানা গেছে।
ধর্ষিতাদের পিতা জানান, ভোর ৪টার দিকে মুখোশপরা ৭-৮ জন পাষন্ড সিদকেঁটে তার বসতঘরে প্রবেশ করে দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সব সদস্যকে জিম্মি করে ফেলে। এক পর্যায়ে ওই পাষন্ডরা তাকে ও তার স্ত্রীকে বেঁধে রেখে তার এসএসসি উত্তীর্ণ দুই মেয়েকে ঝাপটে ধরে উপুর্যপুরি ধর্ষণ করতে থাকে। অনেক মিনতি করেও ধর্ষক পাষন্ডদের নিবৃত করা যায়নি বলে তিনি আরো উল্লেখ করেন। পরবর্তীতে ধর্ষকরা চলে গেলে তাদের আর্থ-চিৎকারে এলাকার লোকজন জড়ো হয়ে পুলিশে খবর দেন।
বিয়ানীবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) জহির আলী গণ-ধর্ষণের সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষিতা দুই বোনকে ওসিসিতে পাঠানো হয়েছে।
বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান ও চারখাই ইউপি চেয়ারম্যান মাহমদ আলী ঘটনাস্থল পরিদর্শন করে জানান, গণ-ধর্ষণের এই ঘটনাটি অত্যন্ত লোমহর্ষক। জড়িতরা একই এলাকার হবে বলে তাদের ধারণা।
বিয়ানীবাজারে মা-বাবাকে বেঁধে রেখে দুই বোনকে গণ-ধর্ষণ
Sunday, May 25, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment