বিয়ানীবাজারে পাশবিক নির্যাতনের ঘটনায় আটক আরো এক আসামীর স্বীকারোক্তি

Friday, May 30, 2014

আমাদের সিলেট ডটকম:

বিয়ানীবাজারে এসএসসি উত্তীর্ণ দুই বোনের ওপর পাশবিক নির্যাতনের ঘটনায় আরো এক আসামী স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। গ্রেফতারকৃত আসামী কালাম আহমদ (২৬) বৃহস্পতিবার আদালতে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে।

জবানবন্দীতে কালাম জানায়, সে সহ অপরাপর আসামীরা একত্রে পান-সিগারেট খেয়ে ভিকটিমের বাড়ীতে প্রবেশ করে। এরপর ভিকটিমের মা, বাবা ও ছোট ভাইকে বেঁধে পালাক্রমে তাদেরকে ধর্ষণ করে।

কালাম বিয়ানীবাজারের পূর্ব পইলগ্রাম প্রকাশ জালালপুর গ্রামের আব্দুর রব ওরফে লবই মিয়ার পুত্র।

গত ২৫ মে দিবাগত রাতে বিয়ানীবাজার থানার হাজরাপাড়া গ্রামে জনৈক মোঃ ওয়াহিদ আলীর টিনের কাঁচা ঘরের দরজার নিচে সিঁদ কেটে ৫ দুর্বৃত্ত প্রবেশ করে। তারা ঘরে ঢুকে তাকে, তার স্ত্রী ও ছোট পুত্রকে হাতমুখ বেঁধে পাশের কক্ষে থাকা তার দুই মেয়েকে তাদের দুহাত পিছনে বেঁধে বড় মেয়েকে তিনজন ও ছোট মেয়েকে দুই জন ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় ওয়াহিদ আলীর এজাহারের ভিত্তিতে বিয়ানীবাজার থানা নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০(সংশোধনী-০৩) এর ৯(৩) ধারায় মামলা রেকর্ড করে। এ ঘটনায় সৈয়দুর রহমান ওরফে সাইফুল(৩৮), সেলিম আহমদ(২৮) নামের দুই আসামীকের এরই মধ্যে গ্রেফতার করা হয়। এর মধ্যে সেলিম এরই মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। এছাড়া, ঘটনার মূল হোতা জয়নুলের বড় ভাই নজর্বল ইসলামকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে পুলিশ আদালতে সোপর্দ করে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License