সিলেটে নানা কর্মসূচিতে নিরাপদ মাতৃত্ব দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : সিলেটে নানা কর্মসূচিতে বুধবার ২৮ মে নিরাপদ মাতৃত্ব দিবস ২০১৪ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে অবসট্রেটিক্যাল এন্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি) সিলেট শাখা সকালে ওসমানী মেডিকেল কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে।
শোভাযাত্রাটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওসমানী মেডিকেল কলেজের মূল ফটকে এসে শেষ হয়।
শোভাযাত্রায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, ওজিএসবি সিলেট শাখার সভাপতি অধ্যাপক ডা. মোর্শেদ আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক ডা. দিলীপ কুমার ভৌমিকসহ ডাক্তার ও নার্সরা অংশ নেন।
এছাড়া ওজিএসবির উদ্যোগে মঙ্গলবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সেমিনার কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
No comments:
Post a Comment