আমাদের সিলেট ডটকম:
সিলেট নগরীর দক্ষিণ সুরমার বিভিন্ন স’ানে ফুটপাত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে। দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জন কুমার সামন্তের নেতৃত্বে চলছে এ উচ্ছেদ অভিযান। সোমবার সকাল থেকে ফুটপাত থেকে অবৈধ স্থাপনা দখলমুক্ত করতে দক্ষিণ সুরমায় বিশেষ অভিযান চলছে। সিটি কর্পোরেশনের ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ড দক্ষিণ সুরমায় অবসি’ত। অভিযান চলাকালে দক্ষিণ সুরমার ক্বীনব্রীজের দক্ষিণ প্রান্তের ফুটপাত, ও তার পাশে গড়ে উঠা অবৈধ ফলের দোকান, পুরাতন রেলষ্টেশন, কেন্দ্রীয় বাস টার্মিনাল, কদমতলী মুক্তিযোদ্ধা চত্বর সহ বিভিন্ন ফুটপাতে, রাস্তার উপর যত্রতত্র ভাবে বসে পড়ে ফুটপাত উচ্ছেদ করা হয়।
জানা গেছে,এসব অবৈধ দোকানপাঠ বসানোর কারণে দক্ষিণ সুরমার গুরুত্বপূর্ণ পয়েন্ট কদমতলী মুক্তিযোদ্ধা চত্ত্বর ও কেন্দ্রীয় বাস টার্মিনালে প্রতিদিন যানজট লেগে থাকে। যার কারণে পথচারী সহ যাত্রী সাধারণকে চরম দূর্ভোগ পোহাতে হয়। এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জন কুমার সামন্তের সাথে আলাপকালে তিনি বলেন, যানজট নিরসনের লক্ষ্যে এবং জনসাধারণের চলাচলের সুবিধার্থে দক্ষিণ সুরমা থানা পুলিশের উদ্যোগে ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে। ২/১ দিনের মধ্যেই আমাদের দক্ষিণ সুরমা থেকে ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা সম্ভব হবে। ওসি রঞ্জন কুমার সামনে-র এমন মহতি উদ্যোগকে দক্ষিণ সুরমাবাসী স্বাগত জানিয়েছেন এবং ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ডবাসী সহ দক্ষিণ সুরমাবাসীর দাবী, ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করলে যেমনি জনসাধারণের চলাচলে সুবিধা হবে, তেমনি যানজটও নিরসন হবে।
দক্ষিণ সুরমার বিভিন্ন স্থানে ফুটপাত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
Monday, May 26, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment