আমাদের সিলেট ডটকম:
সিলেট শহরতলীর শাহপরাণ এলাকায় ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে হকার উচ্ছেদ অভিযান চালিয়েছে পুলিশ। কমিশনারের নির্দেশের পর এক দিনেই উচ্ছেদ হচ্ছে সিলেট শাহপরাণ (র.) থানা এলাকার ফুটপাতের সব ব্যবসা প্রতিষ্ঠান।শনিবার সকাল ১ টা থেকে বেলা দেড়টা পর্যন্ত অভিযানে উচ্ছেদ করা হয়েছে আড়াই শতাধিক দোকানপাট। বিকেল ৪টা থেকে উচ্ছেদ হবে বাকি অংশ।
সিলেট মেট্টোপলিটন পুলিশের আওতাধীন শাহপরাণ (র.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাখাওয়াত হোসেন জানান, সিলেট নগরীর টিলাগড় থেকে সুরমা গেট পর্যন্ত অভিযান চালানো হয়েছে। অভিযানে উচ্ছেদ করা হয় প্রায় আড়াই শতাধিক দোকানপাট। সাতটি দলে প্রায় ৭০ জন পুলিশ ফুটপাতের ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ অভিযানে অংশ নিয়েছে। বিকেল ৪টায় আবার সুরমা গেট থেকে জালালাবাদ সেনানিবাসের সামনের সড়ক পর্যন্ত অভিযান চালানো হবে।
বৃহস্পতিবার সিলেট মেট্টোপলিটন এলাকার শাহপরাণ (র.) থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়। ওইদিন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে থানা এলাকার ফুটিপাত উচ্ছেদে এক সপ্তাহের আল্টিমেটাম দিয়েছিলেন পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান।
শাহপরাণ থানাধীন এলাকায় হকার উচ্ছেদ অভিযান চালিয়েছে পুলিশ
Saturday, May 31, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment