আমাদের সিলেট ডটকম:
নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর হাতে গঠন করা বিশ্বনাথ উপজেলা বিএনপির কমিটি ভেঙ্গে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে সিলেট জেলা বিএনপি পূর্বের কমিটি বিলপ্ত ঘোষণা করে।
এদিকে, নতুন আহ্বায়ক কমিটিতে উপজেলার বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান গৌছ খানকে স’ান দেওয়া হয়নি। এতে তার সমর্থক নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে ক্ষোভ।
জানা গেছে, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যানকে আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোজাহিদ আলীকে প্রথম সদস্য করে ২১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছে জেলা বিএনপি। গত ২০ মে জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট এম. নুরুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কমিটিকে অনুমোদন প্রদানের তথ্য জানানো হয়। কমিটির সদস্যরা হলেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, নিখোঁজ ইলিয়াস আলীর ছোট ভাই আসকির আলী, আবুল কালাম কছির, সাবেক ইউপি চেয়ারম্যান শামছুজ্জামান সমছু, লিলু মিয়া চেয়ারম্যান, আবদুল হাই, রইছ উদ্দিন মাষ্টার, কবির হোসেন ধলা মিয়া চেয়ারম্যান, বশির আহমদ, আবক্ষাস আলী চেয়ারম্যান, তাহিদ মিয়া চেয়ারম্যান, আখলিছ আলী, ময়নুল ইসলাম, নাজমুল ইসলাম রুহেল, আলতাবুর রহমান, সিরাজ খান, আবুল হোসেন, এটিএম নুর উদ্দিন, আরব খান।
ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদী লুনার নির্দেশে উপজেলার বিএনপির কমিটি ভেঙ্গে নতুন এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে বলে নব-গঠিত কমিটির আহ্বায়ক জালাল উদ্দিন চেয়ারম্যান জানিয়েছেন।
উল্লেখ্য, ২০০৯ সালের ১২ নভেম্বর বিশ্বনাথ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ঐ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপসি’ত ছিলেন নিখোঁজ বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী। সম্মেলনে জালাল উদ্দিনকে সভাপতি, গৌছ খানকে সাধারন সম্পাদক, লিলু মিয়াকে যুগ্ম সাধারন সম্পাদক, কবির হোসেন ধলা মিয়াকে সাংগঠনিক সম্পাদক ও ফারুক মিয়াকে প্রচার সম্পাদক করে ৬ সদস্য বিশিষ্ট উপজেলা বিএনপির নতুন কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন ইলিয়াস আলী। এর কিছুদিন পর ১০১ সদস্য বিশিষ্ট উপজেলা বিএনপির পূর্ণঙ্গ কমিটি গঠন করা হয়।
বিশ্বনাথ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন
Monday, May 26, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment