সুনামগঞ্জে চাঁদাবাজি বন্ধের দাবিতে বালি-পাথর ব্যবসায়ীদের ধর্মঘট, জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি

Sunday, May 25, 2014

আমাদের সিলেট ডটকম:

অতিরিক্ত টোল আদায়, ইজাদার কর্তৃক শ্রমিক নির্যাতন ও চাঁদাবাজি বন্ধের দাবিতে সুনামগঞ্জে বালি-পাথর ব্যবসায়ীদের ধর্মঘট চলছে। শনিবার দুপুর থেকে সুনামগঞ্জ শহর, ধোপাজান ও সুরমা নদীতে মাইকিং করে অনির্দিষ্টকালের জন্য ক্রয়-বিক্রয় বন্ধ করে এ ধর্মঘটের ডাক দিয়েছেন ব্যবসায়ীরা।

কর্মসূচীর অংশ হিসেবে রবিবার সকালে জেলা প্রশাসক মুহাম্মদ ইয়ামিন চৌধুরী বরাবরে স্মারকলিপি প্রদান ব্যবসায়ী সমিতির নেতারা।

স্মারকলিপি সূত্রে জানা যায়, ধোপাজান নদীতে ২-৩ হাজার নৌকা বালি ও পাথর উত্তোলনে কাজ করছে। এসব নৌকা থেকে ইজারাদাররা নীতিমালা বহির্ভুত অতিরিক্ত টোল আদায় করছেন। এর পাশাপাশি ভোলগেট ও কার্গো থিকে নিজস্ব লোক দিয়ে চাঁদা আদায় করছেন। চাঁদা না দিলে আবার নৌকা শ্রমিককে নির্যাতন করা হচ্ছে। এর আগে নদীতে চাঁদাবাজির সময় পুলিশ কয়েকজনকে আটক করলেও বন্ধ হয় নি চাঁদাবাজি।

আগে প্রতি ঘনফুট বালির ও পাথরের জন্য ৩০ ও ৬০ পয়সা নেওয়া হলেও এক সপ্তাহ থেকে প্রতি ঘনফুট বালি ও পাথরের জন্য ৫০ ও ১ টাকা ৫০পয়সা করে আদায় করা হচ্ছে। স্মারকলিপিতে প্রতি ঘনফুট বালি ও পাথরের জন্য ১৫ ও ৫০ পয়সা টোল নির্ধারণের দাবি জানানো হয়।

সুনামগঞ্জ বালি-পাথর ক্রয়-বিক্রয় সমিতির সদস্য ও বালু-পাথর পরিবহন নৌকা মালিক সমিতির সভাপতি আমির হোসেন রেজা জানান, অতিরিক্ত টোল ও চাঁদাবাজি বন্ধ না হলে ধর্মঘট চলতে থাকবে।

পুলিশ সুপার হার্বন অর রশিদ জানান, স্মারকলিপি পেয়েছি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে চাঁদাবাজদের বিরোদ্ধে ব্যবস’া নেওয়া হবে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License