আমাদের সিলেট ডটকম:
দিন দুপুরে নগরী থেকে তিন লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। নাট্যকার আলী যাকেরের নাট্যদল নাগরিক নাট্যসমপ্রদায় সদস্যদের এ টাকা ছিনতাই। আজ সকাল সাড়ে ১১টায় নগরীর কুয়ারপার গরম দেওয়ান মাজার সংলগ্ন ভিআইপি সড়কে এ ঘটনা ঘটে।
কোতোয়ালি থানা পুলিশ জানায়, নাট্যদল নাগরিকের সদস্য হাবিব হোসেন জাবেদ, সুজন ও দেলোয়ার নগরীর আম্বরখানা কমার্শিয়াল ব্যাংক থেকে সাড়ে তিন লাখ টাকা উত্তোলন করে মাছ কিনতে ইজিবাইক নিয়ে কাজিরবাজার মাছ আড়ৎে যাচ্ছিলেন। কুয়ারপাড় এলাকায় পৌছামাত্রই একটি লাল রঙের পালসার এবং কালো রংয়ের গৱামার মোটরসাইকেল তাদের ইজিবাইকের গতিরোধ করে। দুটি মোটরসাইকেলে নয়জন ছিনতাইকারী অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে টাকা গুলো নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
দিনদুপুরে নগরীতে ৩ লাখ টাকা ছিনতাই
Thursday, May 29, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment