আমাদের সিলেট ডেস্ক : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমানে- মিয়ানমারের সীমান- রক্ষী বাহিনীর সঙ্গে বাংলাদেশের সীমান্ত রক্ষীদের গুলি বিনিময় হয়েছে।
বিজিবির এক সদস্য নিখোঁজ হওয়ার পর উত্তেজনার মধ্যে শুক্রবার বিকাল ৪টা থেকে পৌনে ৫টা পর্যন- গোলাগুলি চলে। শেষ খবর পাওয়া পর্যন্ত দুই পক্ষ মুখোমুখি অবস্থানে ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবির ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বলেন, মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী প্রথমে গুলি চালায়। পরে বিজিবি পাল্টা গুলি চালায়। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
গত দুদিন ধরে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যদের টানাপড়েনের মধ্যে নতুন করে এই গোলাগুলির পর পরিসি’তি এখন উত্তেজনাকর।
ওপারে মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) তৎপরতা থাকায় এ পারেও সতর্ক রয়েছে বিজিবি সদস্যরা।
বিজিবি প্রধান মেজর জেনারেল আজিজ বলেছেন, তারা সর্বোচ্চ সহনশীলতা দেখিয়ে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছেন।
দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে এই উত্তেজনা সূত্রপাত হয় দুদিন আগে। বুধবার রাতে মিয়ানমার সীমান্তবর্তী রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বিজিবি সদস্যরা টহল দেয়ার সময় ওপার থেকে গুলিবর্ষণ হয়।
বিজিবি কর্মকর্তারা জানান, গোলাগুলি থামার পর বাহিনীর এক সদস্যকে পাওয়া যাচ্ছিল না। কিন’ বিজিপিও কিছু বলছিল না।
এই ঘটনাটি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত গড়ায়। মন্ত্রণালয় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করার পর বিজিপির পক্ষ থেকে জানানো হয়, তাদের কাছে একটি লাশ রয়েছে।
বিজিবি মহাপরিচালক বলেন, লাশটি কার, তা বলেনি তারা। নিশ্চিত হওয়ার জন্য আমরা তা দেখানোর আহ্বান জানাই, কেননা আমাদের একজন সদস্য নিখোঁজ রয়েছেন।
গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে ওই লাশ দেখানোর প্রস্তুতি নেয়া হয়েছিল। কিন’ তা না করে মিয়ানমারের সীমান্ত রক্ষীরা গুলি ছুড়লে বিজিবি সদস্যরাও পাল্টা গুলি চালায় বলে জানান মেজর জেনারেল আজিজ।
বিজিবির কাছে থাকা ওই লাশটি কার- তা শুক্রবার বিকাল পর্যন্ত নিশ্চিত হতে পারেনি বিজিবি।
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে গুলিবিনিময়
Friday, May 30, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment