বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ধর্মীয় রাজনীতি নিয়ে দেওয়া বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন দেশের শীর্ষ স্থানীয় আলেমরা।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা এই প্রতিবাদ জানান।
শীর্ষ উলামায়ে কেরাম এক যুক্ত বিবৃতিতে বলেন, ‘‘লন্ডনে তারেক রহমান ‘ইসলামী রাজনীতি চলতে পারে না’ বলে যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাহার করতে হবে।’’
বিবৃতিতে পবিত্র কোরআন শরীফের উদ্ধৃতি দিয়ে ইসলামী রাজনীতি ফরজ করা হয়েছে বলেও উল্লেখ করা হয়।
বিবৃতিতে স্বাক্ষর করেন- জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি শাইখ আবদুল মোমিন, শীর্ষ আলেমে দ্বীন রাবেতা আলম আল-ইসলামীর স্থায়ী সদস্য ও সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের সভাপিত মাওলানা মুহিউদ্দীন খান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রধান আমিরে শরীয়ত ও ইসলামী দল সমূহের আহ্বায়ক মাওলানা শাহ আহমদুল্লাহ আশরাফ, ইসলামী ঐক্যজোটের আমির মাওলানা আব্দুল লতিফ নেজামী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মাওলানা আতাউল্লাহ, শায়খুল হাদীস প্রিন্সিপাল অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন, মাওলানা জাফরুল্লাহ খান, মাওলানা মহিউদ্দীন রব্বানী, ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, শাহতলীর পীর মাওলানা আবুল বাসার, ফরায়েজী আন্দোলনের আমির মাওলানা আব্দুলাহ মো. হাসান, ছারছিনার পীর মাওলানা শাহ আরিফ বিল্লাহ সিদ্দীকী, মীরের সরাই’র পীর মাওলানা আব্দুর মোমেন নাছেরী, টেকের হাটের পীর মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী, মাওলানা আহমাদ আলী কাসেমী, মুফতি মাওলনা আবদুর রহমান চৌধুরী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, ডা. মাওলানা আবদুল কাউয়ূম আযহারী, মাওলানা সালেহ সিদ্দীকি, মাওলানা এনামুল হক মুসা, মাওলানা হাফেজ আবুল হোসাইন, মুফতি মাওলানা নাসির উদ্দীন খান, শাহ এমদাদুল্লাহ পীর সাহেব, খাজা শাহ ওয়ালিউলাহ পীর সাহেব গাছতলা,ড. প্রফেসর আব্দুস সালাম মাদানী, ড. আবুল কালাম আযাদ, প্রফেসর মাওলানা মুফতি ইসহাক মাদানী, হাফেজ মুফতি মাওলানা আব্দুর রহমান, মুফতি মাওলানা মুহাম্মদ শফিকুল্লাহ, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন, মাওলানা মুহাম্মদ ইখলাস উদ্দিন, হযরত মাওলানা আবু ছাইদ পীর সাহেব ঠাকুরগাও, হযরত মাওলানা তৈয়বুর রহমান পীর সাহেব হদুয়া দরবার শরীফ ঝালকাঠী, হযরত মাওলানা শহিদুল¬াহ পীর সাহেব রহমতপুর বাগেরহাট, হযরত মাওলানা নুরুদ্দিন পীর শিংগুলা, হযরত মাওলানা মহিব্বুল্লাহ পীর, হযরত মাওলানা ছগির মাহমুদ পীর মাদারীপুর, হযরত মাওলানা মুজাম্মেল হক ও হযরত মাওলানা সিরাজুল কবির পীর সাহেব রাজবাড়ী, মাওলানা আব্দুল হালিম পীর সাহেব ধামতি কুমিল্লা, মাওলানা গোলাম সরোয়ার পীর সাহেব আড়াইবাড়ি বি.বাড়িয়া, মাওলানা সাদেকুর রহমান পীর সাহেব বরগুনা, মাওলানা মঈনউদ্দীন পীর সাহেব তিলিপ লাঙ্গলকোর্ট কুমিল্লা, মাওলানা নেসার আহমদ খলীফা ফুরফুরা দরবার শরীফ সাতক্ষীরা, মাওলানা সিরাজুল কবির পীর সাহেব রাজবাড়ী, হযরত মাওলানা আবু সাঈদ আনসারী পীর সাহেব, মাওলানা হাফেজ আবুল হোসাইন, মাওলানা আবু হানিফ নেছারী, মুফতি মাওলানা নাসির উদ্দীন খান, মুফতি মাসউদুর রহমান, অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান, হাফেজ ফারুক হোসাইন, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা এহতেশামুল হক, হাফেজ মুফতি মাওলানা আব্দুর রহমান, মাওলানা আবদুল বাকি, মাওলানা রফিকুর রহমান, পীর মাওলানা সালাহ উদ্দীন কাসেমী প্রমুখ।
অপরদিকে দেশের সাতটি বিভাগ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের ২১ হাজার বিশিষ্ট আলেম তারেক রহমানের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেছেন।
No comments:
Post a Comment