আমাদের সিলেট ডটকম:
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ছাত্রলীগের দু’গ্র্বপের মধ্যে মারামারিতে দুই ছাত্র আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভার্সিটি ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। আহত ছাত্র দু’জনের নাম মনসুর ও রাসেল। তারা বিবিএ ৩য় সেমিস্টারের ছাত্র। এ ঘটনায় ভার্সিটির আশপাশ এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভার্সিটি ছাত্রলীগের ছমির ও র্ববেল গ্র্বপের মধ্যে গতকাল শুক্রবারসন্ধ্যার দিকে কথা কাটাকাটি থেকে মারামারির সূত্রপাত হয়। এরপর দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে মনসুর ও রাসেল নামের দুই ছাত্রলীগ কর্মী আহত হন। এদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। তখন পুরো এলাকায় আতংক দেখা দেয়।
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা তারেক উদ্দিন জানান, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিলেট সফর সফল করার লক্ষ্যে মদন মোহন কলেজে ছাত্রলীগের একটি সভা হওয়ার কথা ছিল। ঐ সভায় যাওয়া নিয়েই দু’পক্ষের মধ্যে মারামারি হয়। ভার্সিটির অভ্যন্তরে এ মারামারির ঘটনা ঘটে বলে জানান তিনি। খবর পেয়ে আমরা এবং পুলিশ দ্র্বত ঘটনাস’লে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।
কতোয়ালী থানার ওসি মনির্বল ইসলাম জানান, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ছাত্রলীগের মারামারি হয়েছে। তবে,পুলিশ গিয়ে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ২ জন আহত হয়েছেন বলে শুনেছেন। এছাড়া,এ ঘটনায় থানায় কোন মামলা হয়নি বলে জানান তিনি।
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ছাত্রলীগের দু’গ্রুপে মারামারি ॥ আহত ২
Friday, September 5, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment