আমাদের সিলেট ডটকম:
সিলেট সিটি করপোরেশন এলাকায় সোমবার থেকে ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে। এ কার্যক্রম চলবে ১০ সেপ্টেম্বর পর্যন-।
সিলেট সিটি কর্পোরেশন সূত্র জানায়, নির্বাচন কমিশনের তথ্য সংগ্রহকারী টিমের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। তবে নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক যাদের জন্ম ১ জানুয়ারি ১৯৯৭ বা তার পূর্বে এবং ভোটার হওয়ার যোগ্য হওয়া সত্ত্বেও যারা ইতিপূর্বে ভোটার হতে পারেননি হালনাগাদ কার্যক্রমে শুধুমাত্র তারাই ভোটার হতে পারবেন।
পাশাপাশি হালনাগাদ কার্যক্রমে মৃত ভোটারদের নাম কর্তন করা হবে। কোন ভোটার মৃত্যুবরণ করে থাকলে তার বিষয়ে তথ্য সংগ্রহকারীকে জানাতে হবে। এ কার্যক্রমের আওতায় তথ্য সংগ্রহের সময় সংগ্রহকারীগণ স্লিপের মাধ্যমে কখন কোথায় ভোটার নিবন্ধের জন্য ছবি তুলতে হবে তা জানিয়ে দেওয়া হবে।তাছাড়া ভোটার হওয়ার যোগ্য কেহ বাড়ি না থাকলে তার তথ্যাদি তথ্য সংগ্রহকারীকে জানাতে হবে।
সিসিক সূত্রে আরও উলেৱখ, ভোটার হিসাবে নিবন্ধিত হলেই জাতীয় পরিচয় পত্র প্রদান করা হবে। ফলে ভোটার হওয়ার যোগ্য হওয়া সত্ত্বেও ভোটার না হয়ে থাকলে সঠিক তথ্য দিয়ে ভোটার হতে ও ভোটার হালনাগাদ কার্যক্রমকে সহায়তা করতে সবার অনুরোধ জানানো হয়েছে।
সিসিক এলাকায় ভোটার তালিকা হালনাগাদ সোমবার থেকে
Sunday, August 31, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment