আমাদের সিলেট ডটকম:
ওসমানীনগরে দয়ামীর কলেজে বহিরাগত, ছাত্র ও এলাকাবাসির ত্রিমুখি সংঘর্ষে উভয় পক্ষে কমপক্ষে ১০জন আহত হয়েছেন। সংবাদ পেয়ে থানা পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বহিরাগত, ছাত্র ৪জনকে আটকের পর মুচলেখা দিয়ে উদ্ধার করেছেন অভিবাবকরা।
রোববার এলাকাবাসির সাথে কলেজ কমিটির সভা আহবান করা হয়েছে। আগামি কাল সোমবার বিষয়টি নিস্পত্তির আপোষ বৈঠক হবে।
এলাকাবাসি ও পুলিশ সূত্রে জানা গেছে, ওসমানীনগর থানার দয়ামীর কলেজে ক্লাস চলাকালে (রুমেনা নামের) জনৈক ছাত্রীর মোবাইল ফোন বেজে উঠা নিয়ে গত বৃহস্পতিবার ছাত্ররা দুভাগে বিভক্ত হয়ে যান। তাদের মধ্যে কাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয়। পরে কলেজের অধ্যক্ষ আবিদুর রহমান, কলেজ কমিটির সদস্য আব্দুর রব ও অন্যান্যদের সহযোগিতায় আপোসে দেখে দেওয়ার জন্য গতকাল তারিখ নির্ধারণ করেন। কিন্তু এর জের ধরে একটি গ্রুপ গতকাল সকাল ১১টার দিকে বহিরাগদের নিয়ে কলেজ এসে প্রথমে কলেজ ও কলেজ কমিটির নেতৃবৃন্দকে টার্গেট করে নানা ধরণের কথাবার্তা বলতে থাকে। এক পর্যায়ে কলেজ রাস্তা দিয়ে যাওয়ার পথে আব্দুল আহাদ নামে এক ছাত্রকে মারধোর করতে থাকে। এই ঘঁটনায় ক্লাস থেকে অন্যান্য ছাত্ররা বের হয়ে আসেন এবং বহিরাগতদের উপর চড়াও হন। তাদের সাথে যোগ দেন এলাকার লোকজন। সম্মিলিত প্রতিরোধের মুখে বহিরাগতরা দৌড়ে পালাতে থাকে। একপর্যায়ে এই পক্ষের একছাত্রসহ ৪জনকে আটক করা হয়। থানা পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতরা হচ্ছেন আব্দুল আহাদ (২৩), নাজিম (২৫), সব্বির ২৪), আলতাব (২৬), মিলন (২৭), মইনুল (৩৩), প্রমুখ। বহিরাগত, একছাত্র ৪জনকে আটকের পর মুচলেখা দিয়ে উদ্ধার করেছেন অভিবাবকরা। আজ (রোববার) এলাকাবাসির সাথে কলেজ কমিটির সভা আহবান করা হয়েছে। আগামি কাল সোমবার বিষয়টি নিস্পত্তির আপোষ বৈঠক হবে।
কলেজের অধ্যক্ষ আবিদুর রহমান, কলেজ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্জ আব্দুল হামিদ ও সদস্য আব্দুর রব ঘটনার সত্যতা স্বীকার করেন এবং সোমবার বিষয়টি নিস্পত্তির আপোষ বৈঠক হবে। তাই সংবাদ না দেওয়ার অনুরোধ করেন। সমাজসেবি আলহাজ্জ আব্দুল কাইয়ুম ও আব্দুল হক বলেন, বিদ্যালয়টি রাজনীতি মুক্ত থাকায় অল্প দিনে সুনাম অর্জণ করেছে। তুচ্ছ বিষয় নিয়ে সংঘটিত এই ঘটনা দুঃখজনক।
ওসমানীনগরে দয়ামীর কলেজে ত্রিমুখি সংঘর্ষে ১০জন আহত
Saturday, September 6, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment