আমাদের সিলেট ডটকম:
বৃহস্পতিবার সকাল ৯টায় সিলেট-গোয়াইনঘাট সড়কের হাদারপাড় এলাকায় সিএনজি অটোরিকশার ধাক্কায় সামছুল ইসলাম (৬০) নামের এক পথচারী নিহত হয়েছেন। তিনি কলামাদব গ্রামের মৃত আবীর আলীর ছেলে। এই ঘটনায় স্থানীয় বিক্ষোব্ধ লোকজন রাস্তা অবরোধ করে প্রায় ২ ঘণ্টা বিক্ষোভ করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯টায় সিলেট থেকে যাওয়ার পথে একটি সিএনজি গোয়াইনঘাটের হাদারপাড় নামক স্থানে পথচারী সামছুল ইসলামকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি তোয়াকুল নামক স্থানে মারা যান।
এদিকে সামছুল ইসলামকে ধাক্কা দেয়ার খবর শুনে স্থানীয় লোকজন সড়ক অবরোধ করে প্রায় ২ ঘণ্টা বিক্ষোভ করে। খবর পেয়ে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গোয়াইনঘাটে সিএনজির ধাক্কায় পথচারী নিহত
Thursday, September 4, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment