আমাদের সিলেট ডটকম:
বিশ্বনাথে প্রবাসির বাড়িতে ডাকাতি সংগঠিত হয়েছে। গত শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার রামপাশা ইউনিয়নের পালেরচক গ্রামের কাতার প্রবাসী আবদুল মালিকের বাড়িতে এ ঘটনা ঘটে। এসময় ডাকাতদল প্রবাসীর ঘরে থাকা স্বর্ণাংলকারসহ প্রায় চার লাখ টাকার মালামাল লুঠ করে নিয়ে যায়। খবর পেয়ে ওই রাতেই পুলিশ ঘটনাস’লে ছুটে যায়। তবে পুলিশ যাওয়ার আগেই ডাকাতদল পালিয়ে যেতে সক্ষম হয়।
প্রবাসীর ভাই আবদুল মনাফ জানান, শুক্রবার রাত আড়াইটায় ২০/২৫ জনের একদল ডাকাত বাড়ির ভিতরে প্রবেশ করে। ডাকাতদল বসত ঘরের গেইটের প্রথমে তালা পরে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে পরিবারের সকলের হাত-পা বেঁধে ফেলে। পরে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে রাখে। এসময় ডাকাতদল ঘরের থাকা আলমিরা ভেঙ্গে ৭ ভরি স্বর্ণাংলকার, বিদেশী (আমেরিকান) সাড়ে ১২শত ডলার টাকা, তিনটি মোবাইল সেট ডাকাতদল নিয়ে পালিয়ে যায়। পরে আমাদের আত্বচিৎকারের আশপাশের লোকজন ছুটে আসার আগেই ডাকাতদল পালিয়ে যায়। এতে প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ মো. রফিকুল হোসেন সাংবাদিকদের বলেন, ওই পরিবারের একজোড়া স্বর্ণের কানের দুল, কিছু নগদ টাকা ও পুরাতন দুটি মোবাইল সেট নিয়ে যায় ডাকাত দল। তবে ধারনা করা হচ্ছে এলাকার কিছু যুবক ওই কাজ করেছে। ঘটনার সাথে জড়িতদের খোঁজে বের করার জন্য পুলিশ তৎপর রয়েছে।
বিশ্বনাথে প্রবাসীর বাড়িতে ডাকাতি স্বর্ণালংকারসহ ৫ লাখ টাকার মালামাল লুট
Saturday, September 6, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment