আমাদের সিলেট ডটকম: রাজধানীর ঢাকার আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ আদালতের বাইরে নেতা-কর্মীদের ওপর পুলিশের হামলা এবং বগুড়ায় দলের কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে আজ বৃহস্পতিবার ঢাকা ছাড়া সারা দেশে প্রতিবাদ মিছিলের ঘোষণা দিয়েছে বিএনপি। ঢাকা ছাড়া সব মহানগর এবং জেলা সদরে এই কর্মসূচি পালন করা হবে।
গতকাল বুধবার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির ঘোষণা করেন।
রিজভী বলেন, নেত্রী যেখানে যাবেন, সেখানে মানুষের ঢল নামবেই। দুপুরে বকশীবাজারের ঢাকা মহানগর অস্থায়ী আদালতের বাইরে নেতা-কর্মীরা নেত্রীকে স্বাগত জানাতে সমবেত হয়েছিল।
জনগণ দেখলে সরকার ‘ভয় পায়’ বলেই পুলিশ দিয়ে হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।
হামলায় ২৫ জন আহত হয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এর মধ্যে রয়েছেন আরিফুর রহমান নাদিম, শামসুল আলম, বেলাল হোসেন, জুয়েল আহমেদ, নজরুল ইসলাম, হুমায়ুন, নুরুল হুদা নুরু, মিন্টু, মহসিন, আনিসুর রহমান তালুকদার খোকন, দিলারা পলি, নুরজাহান বেগম, শিরিন আক্তার রীনা, ফরিদা বক্কর, নাজমুন নাহার বেবী, নূপুর।
বগুড়ায় জেলা বিএনপি ও যুবদলের কার্যালয়ে পুলিশের ‘ছত্রছায়ায়’ সরকারি দলের কর্মীরা হামলা চালায় বলে রিজভীর অভিযোগ।
তিনি বলেন, বগুড়ায় যুবদল সভাপতি সিপার আল বখতিয়ারসহ অর্ধশতাধিক নেতা-কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে।
সংবাদ সম্মেলনে রিজভীর সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, সানাউলাহ মিয়া, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিবুর রহমান হাবিব, মোস্তাফিজুর রহমান বাবুল, হাবিব উন নবী খান সোহেল, শিরিন সুলতানা, আবদুস সালাম আজাদ, আবদুল আউয়াল খান।
জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাৎ মামলায় হাজিরা দিতে গতকাল সকালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালতে যান। সে সময় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে।
ঢাকা ছাড়া সারা দেশে বিএনপির প্রতিবাদ মিছিল আজ
Wednesday, September 3, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment