দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জাতিসত্ত্বা মুক্তি সংগ্রাম পরিষদ ঘোষণা করেছে, ঢুডু সরেন হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করা না হলে অক্টোবর মাসে জেলা প্রশাসক ও উপজেলা অফিসারের কার্যালয় ঘেরাও করা হবে।
বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় দিনাজপুর প্রেসক্লাবে আহুত সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এসসি আলবার্ট সরেন লিখিত বক্তব্যে এ ঘোষণা দেন।
তিনি বলেন, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কচুয়া গ্রামের সাঁওতাল আদিবাসী ঢুডু সরেনকে দুর্বৃত্ত ভূমিদস্যু আব্দুল গফফার ও তার পরিবার প্রকাশ্যে দিবালোকে নির্মমভাবে হত্যা করেছে। এ পরিবারের এটি ৩য় হত্যাকাণ্ড। এর আগে ২০১১ সালে ঢুডু সরেনের ভাই গঁসায় সরেনকে এবং ১৯৬৪ সালে তাদের পিতা ফাগু সরেনকে জমি সংক্রান্ত কারণে আব্দুল গফফারের পিতা গোলজার হোসেন ও তার সহযোগীরা হত্যা করে।
সংবাদ সম্মেলনে জাতিসত্ত্বা মুক্তি সংগ্রাম পরিষদের জাতীয় ১৮ দফা দাবিসহ নওগাঁ জেলা তথা উত্তরবঙ্গের আদিবাসীদের দাবি সমূহ বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
দিনাজপুরে ঢুডু সরেন হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করা না হলে অক্টোবরে ডিসি ও ইউএনও কার্যালয় ঘেরাও
Friday, September 5, 2014
Labels:
# বাংলানিউজ আপডেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment