আমাদের সিলেট ডটকম:
ছাতকে রেজিষ্টারভূক্ত ছাত্রী না হলেও প্রতিদিন স্কুলে যাওয়া ৫বছরের এক শিশুকে পিটিয়ে আহত করেছে শিক্ষক। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে উপজেলার কালারুকা ইউনিয়নের নয়া লম্বাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আহত শিশু মিলি বেগম নয়া লম্বাহাটি গ্রামের আরফান আলীর কন্যা।
জানা যায়, অন্যান্য শিক্ষার্থীদের সাথে মিলিও প্রতিদিন বিদ্যালয়ে আসা-যাওয়া করতো। কিন’ কম বয়সের কারনে তাকে রেজিষ্টারভূক্ত ছাত্রী হিসেবে গ্রহন করা হয়নি। ঘটনারদিন দুষ্টামির অজুহাতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বকুল কৃষ্ণ দাস মিলিকে বেধড়ক বেত্রাঘাত করলে সে রক্তাক্ত জখম হয়। এ ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এর আগেও করছখালী গ্রামের আব্দুল গফ্ফারের ছেলেসহ একাধিক শিক্ষার্থীকে বেত্রাঘাত করে আহত করার অভিযোগ রয়েছে এ শিক্ষকের বিরুদ্ধে। এ ব্যাপারে মিলির পিতা আরফান আলী জানান, বিদ্যালয়ে যাওয়ার অভ্যাস করার লক্ষ্যে অন্যান্য শিক্ষার্থীদের সাথে মিলিকেও বিদ্যালয়ে পাঠানো হয়। বদমেজাজী এ প্রধান শিক্ষক তার কন্যাকে বেত্রাঘাত করে গুরুতর আহত করেছে। শিক্ষকের প্রতি তার যে ভয় সৃষ্টি হয়েছে ভবিষ্যতে তাকে বিদ্যালয়ে পাঠানো কঠিন হয়ে দাড়াবে। তিনি এ শিক্ষকের শাসি- ও অপসারন দাবী করেন। স’ানীয় লোকজন জানান, এ প্রধান শিক্ষকের বেত্রাঘাতের ভয়ে ইতিমধ্যে অনেক শিক্ষার্থীই বিদ্যালয়ে আসা ছেড়ে দিয়েছে। প্রধান শিক্ষক বকুল দাস জানান, অন্য ছাত্র-ছাত্রীদের মারতে গিয়ে মিলির উপর লাঠির আঘাত লেগেছে।
খাতায় নাম নেই বলে স্কুলগামী শিশুকে পেটালেন প্রধান শিৰক!
Saturday, September 6, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment