আমাদের সিলেট ডটকম:
সিলেট নগরীর কুখ্যাত সন্ত্রাসী, পুলিশের তালিকাভূক্ত পেশাদার অপরাধী ও ছাত্রলীগ নেতা পীযুষ কান্তি দে’কে আটক করেছে পুলিশ।
রোববার রাত সাড়ে ১০টার দিকে পুলিশের একটি টিম নগরীর তালতলাস্থ হোটেল ইস্ট এন্ড থেকে তাকে আটক করে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তার বিরুদ্ধে হোটেল ইস্ট এন্ড কর্তৃপক্ষ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। অন্য একটি সূত্র জানায়, নগরীর মীর্জাজাঙ্গালের বাসিন্দা, হোটেল নির্ভানা ইন-এর স্বত্বাধিককারী ও সিলেট চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক তাহমিন আহমদের দায়ের করা একটি জিডির প্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে।
সম্প্রতি সিলেট নগরীর মীর্জাজাঙ্গালে এক প্রবাসীর বাসা দীর্ঘ কয়েক বছর তার দখল থেকে মুক্ত করে পুলিশ। এর প্রকাশ্যে বন্দুক হাতে নিয়ে নগরীতে মহড়া দিয়ে ও তালতলায় ইসলামী ব্যাংক লুট করে ব্যাপক কুখ্যাতি অর্জন করে ছাত্রলীগ ক্যাডার পীযুষ।
তবে, রাত পৌনে ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে গ্রেফতারের কথা স্বীকার করেনি পুলিশ। এস্এমপির মিডিয়ার দায়িত্বপ্রাপ্ত এডিসি রহমত উল্লাহ জানান, তিনি পীযুষকে গ্রেফতারের বিষয়টি অবহিত নন। কোতোয়ালী থানার ওসি মনি-রুল ইসলাম ‘পরে জানাচ্ছি’ বলে লাইন কেটে দেন। জানা গেছে, পীযুষকে ছাড়িয়ে নিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুব্রত পুরকায়স্থ তদবির শুরু করেছেন।
No comments:
Post a Comment